পদ খোয়ালেন দিলীপ ঘোষ। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিকস্তরে রদবদল গেরুয়া দলের শীর্ষ নেতৃত্বের। এতদিন দলের সর্বভারতীয় সহ সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এবার সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। তবে বাংলা থেকে একমাত্র বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক স্তরের পদে রয়ে গেলেন অনুপম হাজরা। দলের সচিব পদে নাম রয়েছে বঙ্গতনয়ের।
লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিকস্তরে বদল শুরু বিজেপির। একেবারে কেন্দ্রীয় স্তর থেকে সেই বদল আনা হচ্ছে। সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে দিল্লিতে বৈঠক করেছিলেন অমিত শাহ, জেপি নাড্ডারা।
সেই বৈঠকের কয়েকদিনের মাথাতেই এই বদল। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতির মেয়াদ শেষ করতেই তাঁকে দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়। যদিও সেই পদের রাজনৈতিক গুরুত্ব বেশ কম বলেই ওয়াকিবহাল মহলের মত।
আরও পড়ুন- তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ঘিরে ধরে গুলি, এলোপাথাড়ি কোপ, হাড়-হিম কাণ্ডে তোলপাড়!
তাঁর এই পদ খোয়ানো প্রসঙ্গে সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামী বছরের লোকসভা নির্বাচনে যাঁরা লড়বেন, তাঁরা যাতে আরও বেশি করে নিজেদের সংসদীয় ক্ষেত্রে সময় দিতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- খাওয়ার থালা থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, গা কাঁপানো পরিণতি নির্দল সমর্থকের!
সূত্রের খবর, শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল আনা হতে পারে। তবে কি এবার দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ দেওয়া হবে? বাড়ছে সেই গুঞ্জনও। একাংশের দাবি, সম্ভবত লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দিলীপের মতো দক্ষ সংগঠককে ফের একবার বাংলার রাজনীতির সাংগঠনিক দায়িত্বও দিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব।