Jadavpur University: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্রী পরীক্ষা চলাকালীন একজন সিনিয়র অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে (Snehamanju Basu) ইমেল (Email) পাঠিয়েছেন ওই ছাত্রী। ওই ইমেলে তিনি লিখেছেন, অভিযুক্ত ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রাক্তন প্রধান। ওই অধ্যাপক তাঁর অ্যাকাডেমিক কেরিয়ারের ক্ষতি করতে পারে বলেও রেজিস্ট্রারকে পাঠানো ইমেলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই ছাত্রী।
তাঁর ইমেলের কপি UGC চেয়ারম্যান, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং যাদবপুর থানাতেও পাঠানো হয়েছে। এদিকে, এবিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সংবাদসংস্থা PTI-কে জানিয়েছেন, তিনি ইমেলটি পেয়েছেন। এব্যাপারে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপের জন্য ছাত্রীর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত ওই অধ্যাপক সম্প্রতি প্রথম সেমিস্টারের পরীক্ষার সময় তাঁর বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছিলেন। অন্য ছাত্রদের সামনেই তাঁকে তিনি ঝাঁকুনি দেন। সহপাঠী পুরুষ ছাত্রীদের সামনে এভাবে ঝাঁকুনিতে তিনি অস্বস্তি বোধ করার কথা জানালেও ওই অধ্যাপক তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ ছাত্রীটির। যদিও পরবর্তী সময়ে তাঁর কাছে কিছুই পাওয়া যায়নি বলে দাবি করেছেন ওই পরীক্ষার্থী।
আরও পড়ুন- Digha: এবার দিঘায় রাম মন্দির? যুগান্তকারী তৎপরতার তুমুল চর্চা!
এমনকী এরপর ওই অধ্যাপক পরীক্ষার মাঝপথেই তাঁকে হল ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন বলেও অভিযোগ করেছেন ছাত্রীটি। যদিও বিভাগীয় প্রধান কিছু সময় পরে তাঁকে তাঁর পরীক্ষা শেষের অনুমতি দেন। যদিও এব্যাপারে অভিযুক্ত অধ্যাপকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের সংগঠন (JUTA)-এর সাধারণ সম্পাদক পার্থপ্রতীম রায় (Partha Pratim Roy) সংবাদসংস্থা PTI-কে বলেছেন, এব্যাপারে তাঁর কাছে যা তথ্য রয়েছে, তাতে তিনি জেনেছেন যে পরীক্ষা চলাকালীন অন্যায় উপায় অবলম্বন করার সময় একজন মহিলা পরিদর্শকের হাতে ধরা পড়ে ছাত্রীটি। ওই ছাত্রীটির দাবিগুলিকে "বিস্ময়কর এবং ভীতিকর" হিসেবে বর্ণনা করেও অধ্যাপর পার্থপ্রতীম রায় জানিয়েছেন, তাঁদের সংগঠছনও এই অভিযোগের দ্রুত ও নিরপেক্ষা তদন্ত চায়।