Advertisment

Junior Doctor Protests: জরুরি বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, আর জি করে অচলাবস্থা অব্যাহত

RG Kar Medical College Hospital Incident: আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত। তাঁরা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Junior Doctor Protest, RG Kar Medical College Hospital Incident

RG Kar Medical College Hospital Incident: আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত।

RG Kar Medical College Hospital Incident: আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত। তাঁরা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই মধ্যে সেখানে গেলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিক এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলতে অনড়।

Advertisment

রবিবার হাসপাতালের জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। গত শুক্রবার থেকে হাসপাতালের সব বিভাগে কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তাররা। ছাড় দেওয়া ছিল শুধু জরুরি বিভাগকে। এবার রবিবার থেকে সেখানেও কর্মবিরতি ডাকলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী ডাক্তাররা জানিয়েছেন, তাঁদের দাবি-দাওয়া না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা। এদিকে, কর্মবিরতির জেরে থমকে পরিষেবা। রোগী পরিষেবা নিয়ে ক্ষোভ চরমে পরিজনদের।

আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় এবার মেডিকেল কলেজের সুপারকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়। এর আগেই হাসপাতালের সুপারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিক্ষোভকারী চিকিৎসকদের একটি বড় অংশ। নিহত ছাত্রীর পরিবারও সুপারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। সুপারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগ পেয়ে এবার তাঁকে সরানোর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন আরজি করে তরুণী চিকিৎসক খুন, ঘরে-বাইরে প্রবল চাপে শেষমেষ কঠিন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

সরিয়ে দেওয়া হল আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তাঁর জায়গায় এবার সুপারের দায়িত্বে আনা হল বুলবুল মুখোপাধ্যায়কে। এতদিন স্টুডেন্ট অফ ডিন অ্যাফেয়ার্স ছিলেন বুলবুল। আরজি কর হাসপাতালের তদানীন্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে।

এদিকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় এখনও বিন্দুমাত্র কমেনি ক্ষোভের আগুন। আজও হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছেন চিকিৎসক-পড়ুয়ারা। শহর কলকাতার একাধিক সরকারি হাসপাতাল থেকে সেই বিক্ষোভ সামিল হতে দেখা গিয়েছে অনেক জুনিয়র চিকিৎসককে। এছাড়াও এদিনও বিক্ষোভ চলেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ অন্যত্র।

আরও পড়ুন আরজি করে তরুণী চিকিৎসক খুন, টানা জেরায় পুলিশের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতের

kolkata police West Bengal RG Kar Medical College
Advertisment