Junput: পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী একাধিক এলাকায় বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এর আগেও পর্যটকদের স্বার্থে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকে। এবার আরও এক বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ। প্রশাসনের এমন তৎপরতায় উপকূলে বেড়াতে গিয়ে পর্যটকরাও যেমন আরও বেশি নিরাপদ বোধ করবেন, তেমনই উপকৃত হবেন এলাকার বাসিন্দারাও।
Junput: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা (Digha), তাজপুর (Tajpur), জুনপুট (Junput), মন্দারমণি (Mandarmani)। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এই এলাকাগুলিতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মেরও প্রায়শই অভিযোগ ওঠে। চুরি, খুনের পাশাপাশি হোটেলে দেহ ব্যবসার মতো ঘটনার অভিযোগও সামনে এসেছে। পুলিশ প্রশাসন সক্রিয় থাকলেও এতল্লাটে অপরাধ-অভিযোগ নতুন নয়। সেই কারণেই এবার উপকূলে নয়া তৎপরতা প্রশাসনের।
Advertisment
দিঘার নিকটবর্তী জুনপুটে কোস্টাল পুলিশ স্টেশনের (Junput Coastal Police Station) নয়া ভবনের উদ্বোধন হল। জুনপুট উপকূল থানার নতুন ভবনের পথ চলা শুরু হয়েছে শুক্রবারই। নতুন এই পুলিশ-ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও রাজ্য পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা।
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানান, উপকূল এলাকায় দুষ্কৃতীরা অঘটন ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকার সার্বিক নিরাপত্তা-সহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীদিনে নজদারি ও নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তাজপুর, জুনপুট ও মন্দারমণি উপকূল এলাকায় কোলাহলমুক্ত পরিবেশ রয়েছে।
উল্লেখ্য, সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন হোটেল-লজে মাঝেমধ্যেই দেহ ব্যবসার মতো অভিযোগও সামনে আসে। অনেককেই এর আগে গ্রেফতারও করেছে পুলিশ। তবুও এই ধরনের অপরাধ সমূলে শেষ করা যায়নি। রাজ্যের উপকূলবর্তী এই সব এলাকাগুলিতে পর্যটক থেকে শুরু স্থানীয়দের নিরাপত্তার জন্য দিঘা, দিঘা মোহনা, মন্দারমণি থানার পাশাপাশি এবার জুনপুট পুলিশ স্টেশন নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে।