/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Justice-Abhijit-Gangopadhyay.jpg)
Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।
এবার বিচারপতির মুখেও 'ভাইপো' মন্তব্য। কোভিড ক্ষতিপূরণের একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে 'ভাইপো' মন্তব্য। "চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লাখ, কোভিড মৃত্যুতে কত?" প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
কী বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
"কে একটা ভাইপো আছে, তাঁর বাড়ি ৪ তলা। কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসে এত টাকা? চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লাখ, কোভিডে মৃত্যুতে কত? আদৌ কি টাকা দেওয়া হয়?" রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
উল্লেখ্য, ২০২০ সালের ১ অগাস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক স্কুলের শিক্ষক বিভূতি কুমার সরকারের। তাঁর মৃত্যুর পরেও সরকারের তরফে চাকরি বা আর্থিক ক্ষতিপূরণ মেলেনি বলে অভিযোগ তাঁর স্ত্রীর। শেষমেশ চাকরি না পেয়ে তাঁর স্ত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, অভিষেকের আবেদনে ঐতিহাসিক রায়দান হাইকোর্টের
শুক্রবার সেই মামলাটিই উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের আইনজীবীকে উপরোক্ত প্রশ্নগুলি করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এব্যাপারে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্টও চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- ভারতে ইলিশ পাঠানো বন্ধ করছে বাংলাদেশ, পুজোর আগেই বন্ধ রফতানি, কেন?