আজ এজলাসে বসলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এজলাসে না বসায় মামলাগুলি সরল অন্য বিচারপতির এজলাসে। এর আগে তাঁর এজলাসেই এক আইনজীবীকে হেনস্থা করার অভিযোগ ওঠে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই সেই অভিযোগ ওঠে। ভরা এজলাসেই ওই আইনজীবীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্ষুব্ধ বার অ্যাসোসিয়েশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দিয়েছে।
কলকাতা হাইকোর্টের তরফে আজ একটি নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর এজলাসে বসবেন না। তাঁর এজলাসে থাকা মামলাগুলি অন্য বিচারপতির এজলাসে সরানো হয়। উল্লেখ্য, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানি চলছিল।
শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলার আইনজীবীকে হেনস্থা করেন বলে অভিযোগ। এজলাস থেকেই তিনি গ্রেফতার করার নির্দেশ দেন ওই আইনজীবীকে। এমনকী ওই আইজীনীবীর গাউন খুলে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- আধাসেনা সঙ্গে নিয়ে মন্ত্রীর দফতরে হঠাৎ হানা ইডির, আরও বিরাট কেলেঙ্কারির খোঁজ?
ঘটনায় ক্ষুব্ধ বার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে চিঠি দিয়েছে। বার অ্যাসোসিয়েশন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করেছে। এই আবহেও মঙ্গলবার নিজের এজলাসেই এলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়।