Advertisment

Abhijit Gangopadhyay: বিজেপিতে 'অভিষেক' অভিজিতের, আজই শুরু সেকেন্ড ইনিংস

Justice Abhijit Gangopadhyay: আজ থেকেই নতুন ইনিংস শুরু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপির সল্টলেকের অফিসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছতেই শুরু শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
Justice Abhijit Gangopadhyay join bjp update

Justice Abhijit Gangopadhyay join Bjp: আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Justice Abhijit Gangopadhyay join Bjp: আজ আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। কলকাতায় বিজেপির সদর দফতরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিলেন আগাম অবসর নেওয়া এই বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গেরুয়া উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারীরা।

Advertisment

এদিন বিজেপির সদর দফতরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছতেই শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে তাঁকে বরণ করে নিতে দেখা যায় অগণিত বিজেপি কর্মী-সমর্থকদের। এমনকী পুষ্পবৃষ্টি চলতেও দেখা গিয়েছে। এদিন বিজেপিতে যোগ দিয়ে নেতৃত্বের পরামর্শ মেনে আগামী দিনে পথ চলার শপথ নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন সকালেই ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ সেনাপতি অমিত শাহেরও।

বিজেপিতে যোগ দেওয়ার পর এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "যে দায়িত্বই আমাকে দল দেবে আমি তা পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রথম উদ্দেশ্যই হল পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত দল ও সরকারের বিদায়ের সূচনা করে দেওয়া। যাতে ২০২৬-এ তারা ক্ষমতায় আসতে না পারে। বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। এটা দেখে কষ্ট লাগে। তাই সর্বভারতীয় একটি দলে যোগ দিয়েছি। যেখান থেকে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024: পদ্মে চরম কোন্দল, টিকিট না পেয়ে ক্ষুব্ধ বার্লার প্রকাশ্যে বিজেপি প্রার্থী টিগ্গাকে কড়া হুঁশিয়ারি

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়া প্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা এক ব্যক্তি। তাঁর কাজের সুযোগ কার্যত কয়েকমাস আগেই কেড়ে নেওয়া হয়েছিল। আজ জয়েন করার আগে অমিত শাহের আশীর্বাদ গ্রহণ করেছেন তিনি। বাংলা থেকে পরিবারবাদী পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করার সোপান হিসেবে বাংলায় এবার পরিবর্তরেনর ডঙ্কা বাজাতে পারব।"

আরও পড়ুন- Success Story: ইষ্পাতকঠিন জেদ আর অফুরান ইচ্ছাশক্তিতে দুর্ধর্ষ সাফল্য! ‘কামাল’ ছোটাচ্ছেন অ্যাসিড আক্রান্ত মহিলা

এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী ডঃ শশী পাঁজা। তিনি এদিন বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার কথা বলেছিলেন। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আজ দিনের আলোর মতো পরিষ্কার, যে আপনি যখন এজলাসে ছিলেন তখন আপনি সরাসরি বিজেপির সঙ্গে যোগোযোগে ছিলেন। তাঁর বক্তব্যেই এটা স্পষ্ট হয়েছে, যে তিনি তাঁর চেয়ারারের অপব্যবহার করেছিলেন।"

West Bengal justice abhijit ganguly bjp
Advertisment