/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/JUSTICE-ABHIJIT-BANERJEE-AND-MANIK-BHATTACHARJEE-1.jpg)
নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ব্যাপক ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি মানিক ভট্টাচার্যকে 'রাজপুত্র' বলেও তিনি কটাক্ষ করলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমার নির্দেশের পরও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিল। আমার তো মনে হয় সিবিআইয়ের সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগসাজশ আছে। আপনারা কি মানিক ভট্টাচার্যের সঙ্গে?'
বিচারপতি সন্দেহ প্রকাশ করেন যে, সিবিআইয়ের তদন্তকারীরাই মানিক ভট্টাচার্যকে বুদ্ধি দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসতে! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একথা বলার কারণ, তাঁর নির্দেশের পর সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে ম্যারাথন জেরা করেছিল। তার জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যার জেরে সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে ভিডিও রেকর্ড, হাইকোর্টের এজলাসে চালিয়ে দেখার ওপর স্থগিতাদেশ দিয়েছে।
এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীর কাছে প্রশ্ন করেছিলেন, মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে কেন জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই? জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, বিচারপতির নির্দেশের পর প্রেসিডেন্সি জেলে গিয়ে একাধিকবার মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। কিন্তু, তাতে ক্ষান্ত হননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না। সেটা ২০২২ সালে। এরপর একবছর কেটে গেছে। সেই নির্দেশ প্রত্যাহারের কোনও আবেদন সিবিআই জানিয়েছে? সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, মনে হয় জানানো হয়নি। তবে, সেটা তিনি জেনে আদালতে জানাবেন।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোট-সন্ত্রাসে নিহতদের ক্ষতিপূরণ: রাজ্যকে বিরাট নির্দেশ হাইকোর্টের
সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, নিয়োগ দুর্নীতিতে আরও বিধায়ক এবং কাউন্সিলরদের জিজ্ঞাসাবাদ করা এখনও বাকি আছে। যাঁদের জিজ্ঞাসাবাদ করা বাকি, তাঁদের নামের তালিকাও আদালতে পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। সেই তালিকা দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'এঁরা তো সব মহাপুরুষ! কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা নির্বাচনের পর?'