Advertisment

দুর্নীতির শিকড় ওপড়াতে CBI আর্জিতে সাড়া, রাজ্যকে কী নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

সিবিআইয়ের আবেদনে সাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high courts division bench rejected justice abhijit gangulys order to publish 2016 primary teacher recruitment panel , কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রকাশ সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আদেশ খারিজ করেছে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের আবেদনে সাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সমবায় দুর্নীতির জাল গোটাতে এবার কেন্দ্রের তদন্ত সংস্থাকে যাবতীয় সাহায্যের নির্দেশ রাজ্যকে। আলিপুদুয়ার সমবায় দুর্নীতির তদন্তে বেশ কিছু সাহায্যের বন্দোবস্তের আবেদন করেছিল সিবহিআই। দুর্নীতির তদন্তের রিপোর্ট জমা দেওয়ার পরেই সিবিআই আইনজীবী সেই আবেদনগুলি করেছিলেন। সিবিআই দরবারে সাড়া দিয়ে রাজ্যকে বেশ কিছু নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisment

বিচারপতির দরবারে কী আবেদন সিবিআইয়ের?

আলিপুরদুয়ার সমবায় দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সেই মামলার রিপোর্ট বুধবারই হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী আদালতে জানান, কলকাতা থেকে আলিপুরদুয়ারে গিয়ে তদন্তের কাজ চালাতে বেশ কিছু সমস্যা হচ্ছে তাঁদের। সিবিআইয়ের অফিসাররা একাধিক মামলার তদন্তের সঙ্গে যুক্ত রয়েছেন। কলকাতা থেকে আলিপুরদুয়ারে গিয়ে তদন্ত চালাতে সময়জনিত সমস্যা তৈরি হচ্ছে বলে জানায় সিবিআই।

সেই কারণে আলিপুরদুয়ারে ক্যাম্প করে তাঁরা যাতে থেকে তদন্ত পরিচালনা করতে পারেন সেই বন্দোবস্তের আর্জি জানানো হয়। এছাড়াও তদন্তের প্রয়োজনে রাজ্য পুলিশের থেকে অস্থায়ীভাবে অফিসার, কনস্টেবল চেয়েও আবেদন করা হয়।

CBI আবেদন নিয়ে রাজ্যকে কী নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

কেন্দ্রীয় তদন্ত সংস্থার এই আবেদনে সাড়া দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী এক মাসের মধ্যে রাজ্যকে প্রয়োজনীয় সব ধরনের বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সিবিআই অফিসারদের জন্য ঘর ও যাতায়াতের জন্য গাড়ির বন্দোবস্ত করতে নির্দেশ রাজ্যকে। আগামী ১৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে ওই দিন তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআইকেও রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ঘনাচ্ছে নিম্নচাপ! পুজোর মধ্যেই ওয়েদারে তুমুল চেঞ্জ! ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

উল্লেখ্য, আলিপুদুয়ার ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই নিয়ে মামলা হলে ইডির পাশাপাশি সিবিআইকেও তদন্তে নামার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে এবার সমবায় দুর্নীতির শিকড় ওপড়াতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

cbi kolkata highcourt West Bengal justice abhijit ganguly Co-operative scam
Advertisment