/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Justice-Abhijit-Gangopadhyay.jpg)
Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।
Justice Abhijit Gangopadhyay: লোকসভা ভোটের ঠিক মুখে বিরাট সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । আগামী মঙ্গলবারই তিনি পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। চাকরি ছেড়ে এবার রাজনীতির ময়দানেই তাঁকে দেখা যেতে পারে বলে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তিনি প্রার্থী হতে পারেন বলেও তীব্র গুঞ্জন।
রবিবাসরীয় বারবেলায় শোরগোল ফেলে দেওয়া খবর একটি সংবাদমাধ্যমে। ওই সংবাদমাধ্যমের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর অবসরের সিদ্ধান্তের পাশাপাশি রাজনীতিতে যোগ দেওয়ারও জোরালো ইঙ্গিত দিয়েছেন। এদিন ওই সংবাদমাধ্যমের প্রতিনিধির কাছে রাজ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেছেন, "এখনও বহু দফতরে বহু দুর্নীতি উদঘাটিত হয়নি। সেগুলো উদঘাটিত হলে বোঝা যাবে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসকদলকে অভিনন্দন জানাব।"
আরও পড়ুন- Pawan Singh BJP Candidate: শুরুতেই বিরাট হোঁচট BJP-র! প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন স্বনামধন্য তারকা
তবে রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেও তিনি কোন দলে যোগ দিতে পারেন তা স্পষ্ট করে এখনও জানাননি। যদিও কোনও কোনও মহলের দাবি, সম্ভবত তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এমনকী পূর্ব মেদিনীপুরের তমলুক (Tamluk) লোকসভা কেন্দ্র থেকে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বলেও তীব্র গুঞ্জন ছড়িয়েছে। যদিও এবিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেকিছু জানাননি।
বিচারপতি গঙ্গোপাধ্যায়।
নতুন ইনিংসের শুভেচ্ছা। এধরণের মানুষ রাজনীতিতে এলে ভালো।
তবে প্রশ্ন 1) যে দলেই যান, তাতে আপনার আগের রায়, সংলাপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে। আপনি @AITCofficial বিরোধী হিসেবেই ওসব বলেছেন, প্রমাণ হবে।
2) যে দলেই যান, সেখানে দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ…— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 3, 2024
রাজনৈতিক মতপার্থক্য থাকবে।
কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক।
একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। নতুন ইনিংসের শুভেচ্ছা।
তবে বিশেষ করে এই পেশার কেউ রাজনীতিতে এলে, তাঁর আগের পেশাগত…— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 3, 2024
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নতুন ইনিংসে স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, ''রাজনৈতিক মতপার্থক্য থাকবে। কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তা স্বাস্থ্যকর বা ইতিবাচক। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। নতুন ইনিংসের শুভেচ্ছা। তবে বিশেষ করে এই পেশার কেউ রাজনীতিতে এলে, তাঁর আগের পেশাগত সিদ্ধান্তগুলি নিয়ে নিরপেক্ষতাজনিত প্রশ্ন উঠতেই পারে, সেটাও স্বাভাবিক।"