Advertisment

'চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব', বিচারপতি গাঙ্গুলির মন্তব্যে জল্পনা

ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট কথায় বিরাট ঝড়ের ইঙ্গিত!

author-image
IE Bangla Web Desk
New Update
Justice Abhijit Gangopadhyays decision to retire suddenly before the Lok Sabha polls

Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।

আবারও চর্চায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসেই তাঁর স্পষ্ট কথায় বিরাট ঝড়ের ইঙ্গিত। মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ভরা এজলাসেই কার্যত ঝড় বইয়ে দিলেন। "আর ক'টা দিন আছে, চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব।"

Advertisment

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়ে বাংলাজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন সময়ে তাঁর দেওয়া নির্দেশ ঘিরে কম হইচই হয়নি। এবার ফের একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় বিরাট ঝড়ের ইঙ্গিত। মঙ্গলবার হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে।

কী বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

"আর ক'টা দিন আছে, চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব। যাঁরা ভুলে যায় তাঁরা অকৃতজ্ঞ। কিছু করে যাব, এভাবে চলতে পারে না। বিপ্লব দীর্ঘজীবী হবেই।" ভরা এজলাসে এদিন এমনই বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

'যাওয়ার আগে কিছু করে যাবেন', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই তাঁর উদ্দেশ্যে আইনজীবী কল্লোল বসুকে বলতে শোনা যায় "বিপ্লব দীর্ঘজীবী হোক।" এর উত্তরেই বিচারপতিও পাল্টা বলেন, "বিপ্লব দীর্ঘজীবী হবেই।"

আরও পড়ুন- কোটি-কোটি টাকার প্রতারণা, ইডি ডাকতেই কী বলে ফেললেন নুসরত?

এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা বাড়তে শুরু করেছে। তবে কি এবার আরও বড় ঝড়ের ইঙ্গিত? শীঘ্রই কি মস্ত কোনও নির্দেশ দিতে চলেছেন তিনি? সেব্যাপারে স্পষ্ট করে কিছু বোঝা না গেলেও ইঙ্গিতটা কিন্তু মিলেছে।

আরও পড়ুন- হঠাৎ রাতে শ্বশুরবাড়িতে যুবক, ঢুকতেই নতুন জামাইকে কেন শিকলে বাঁধলেন শ্বশুর?

kolkata news West Bengal Calcutta High Court justice abhijit ganguly
Advertisment