Justice Abhijit Ganguly Apologized: এজলাসে চাঁচাছোলা বক্তব্যের জন্য জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এজলাসে অবশ্য তাঁর কিছুটা অন্যরকম মেজাজই ধরা পড়ল। এদিন এজলাসে বসেই হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল (এজি) তথা দীর্ঘদিনের 'বন্ধু' কিশোর দত্তর কাছে ক্ষমা চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজি-র উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আই এম ভেরি সরি। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।' পাল্টা এজি কিশোর দত্ত-ও বলেন, 'আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম। না বলাই উচিত ছিল।'
কী বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
মঙ্গলবার এজলাসে রাজ্যের এজি কিশোর দত্ত-কে ডেকে বিচারপতি বলেন, 'সে দিন আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি। বারের আইনজীবীদের সকলের তা জানা উচিত। আমি আমার বন্ধুর কাছে ক্ষমাপ্রার্থী।'
পাল্টা এজিকেও বলতে শোনা যায়, 'আমিও, ওই দিন অনেক কিছু বলেছিলাম। না বলাই উচিত ছিল।' জবাবে বিচারপতি গাঙ্গুলি পাল্টা বলেন, 'আপনি,যা শুনেছেন তাই বলেছেন। তবে আমি যা বলেছিলাম রাগ করে।'
এরপরই পুরনো বন্ধু কিশোর দত্তর উপকারের ঋণ স্বীকার করে বিচারপতি বলেন , 'প্রায় ৩৭ বছর হবে আমাদের পরিচয়। আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে কিশোর এবং আমার আরেক বন্ধু না থাকলে আমি মরেই যেতাম।' এজি ও অন্য বিচারপতি জয়মাল্য বাগচীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও তুলে ধরেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ও এজি কিশোর দত্ত-র সম্পর্কে মান অভিমান?
কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্র সংক্রান্ত মামলা চলছে। সম্প্রতি ওই মামলাকে কেন্দ্র করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বাকবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছেছিল। আদালত সূত্রের খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেছিলেন, কার পাদুকালেহন করে কিশোর দত্ত দ্বিতীয়বার এজি হয়েছেন তা তিনি জানেন। ঘটনার জেরে বিচারপতি বনাম এজির মধ্যে মান-অভিমান শুরু হয়েছিল।
আরও পড়ুন- Abhishek Banerjee: জল্পনার মাঝেই তাক লাগালেন অভিষেক! তড়িঘড়ি দিল্লি থেকে ফিরে গন্তব্য কোথায়?