Advertisment

'পরিস্থিতি সন্তোষজনক নয়' ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া ধমক CBI-কে

'নিয়োগ দুর্নীতি মামলা কোনও ছেলেখেলা নয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high court cancelled ssc group c 842 jobs , এসএসসি গ্রুপ সি: বাতিলের পথে ৮৪২ জনের চাকরি

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরকড়া নির্দেশ।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও একবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের করা মামলার সময় উপস্থিত ছিলেন না সিবিআইয়ের আইনজীবী। শীর্ষ আদালতের নির্দেশনামায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতির কথা নথিবদ্ধ রয়েছে। বুধবার যা দেখেই অসন্তুষ্ট হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিস্ময় প্রকাশ করেন তিনি।

Advertisment

এ দিনের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের মামলায় সিবিআইয়ের আইনজীবী ছিলেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় এটা খুব সন্তোষজনক নয়।' কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীকে বিচারপতি বলেন, 'সিবিআই আধিকারিকদের বলুন এই মামলাটি গুরুত্ব দিয়ে দেখতে।'

বুধবার হাইকোর্ট প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সিবিআই যে সুপ্রিম কোর্টে ২৬ পাতার রিপোর্ট দিয়েছে, তা এদিন হাইকোর্টে উল্লেখ করেন আইনজীবী। যদিও সুপ্রিম কোর্টে সেই রিপোর্টিকে অসম্পূর্ণ বলেছে। সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গোটা পরিস্থিতির প্রেক্ষিতে সিবিআই আইনজীবীকে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'নিয়োগ দুর্নীতি মামলা কোনও ছেলেখেলা নয়। কেন সে দিন সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী ছিলেন না? এই মামলাগুলি সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। তাহলে কেন এই ঢিলেমি?'

আগামী ৬ ডিসেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।

cbi Calcutta High Court Primary Teacher Recruitment Primary TET Abhijit Ganguly
Advertisment