Advertisment

কড়া অবস্থান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, যোগীর বুলডোজার ভাড়ার পরামর্শ

'কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না, গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি।'

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high courts division bench rejected justice abhijit gangulys order to publish 2016 primary teacher recruitment panel , কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রকাশ সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আদেশ খারিজ করেছে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ ঠেকাতে কীভাবে পদক্ষেপ করতে হবে? তা বোঝাতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা পুর এলাকায় বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি বলেন, 'দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজ়ার ভাড়া করুন।' সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, 'কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না, গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি।'

Advertisment

কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের বহু অভিযোগ রয়েছে। সেগুলো নিয়ে মামলাও চলছে বছরের পর বছর ধরে। বেআইনি নির্মাণগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান বোঝাতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বুলডোজার শব্দের ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার প্রশংসা করেন। বলেন, 'কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকেরা জানেন, কী ভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়। তবে পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলব না। আমি জানি তাদের কী বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়।'

Calcutta High Court yogi adityanath Kolkata Municipal Corporation justice abhijit ganguly
Advertisment