Advertisment

Justice Abhijit Ganguly: তৃণমূলের কুণাল ঘোষ কেমন? এজলাসে বসে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Ganguly on Kunal Ghosh: গত শুক্রবার সন্দেশখালির ঘটনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন শাসক দলের নেতারা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যাকে আসন ছেড়ে রাজনীতি করার পরামর্শও দেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিচারপতির ইস্তফার দাবি তোলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
justice abhijit ganguly kunal ghosh kalyan banerjee tmc , বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কুণাল ঘোষ

কুণাল ঘোষ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Justice Abhijit Ganguly Kunal Ghosh: গত শুক্রবার সন্দেশখালিতে ইডি গোয়েন্দাদের মারধরের ঘটনার পরই কড়া পর্যবেক্ষণ জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই বিচারপতির বিরুদ্ধে মুখ খোলেন শাসক দলের নেতারা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যাকে আসন ছেড়ে রাজনীতি করার পরামর্শও দেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিচারপতির ইস্তফার দাবি তোলেন।

Advertisment

তৃণমূল নেতৃত্বের আক্রমণের নিয়ে সোমবার এজলাসে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, 'কল্যাণদা (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) তো আমার পদত্যাগ চেয়েছেন। আমি তো ভাবলাম আজকেই এজলাসে এসে আমাকে পদত্যাগ করতে বলবেন।' এরপরই কুণাল ঘোষকে নিয়ে কথা বলেন বিচারপতি। বলেন, 'কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব মতো হয়ে গিয়েছে। একদিন আমার চেম্বারে এসেছিলেন। আমি তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম। মানুষটা খারাপ না। আমি একটু অনুষ্ঠানে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললেন। ভদ্র মানুষ, ভাল ব্যবহার করলেন। আমিই বা কেন খারাপ ব্যবহার করব।'

আরও পড়ুন- গলার মটরমালা বেচে কলেজে ভর্তি হয়েছিলেন মমতা, স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর

এ দিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের প্রশংসাও শোনা যায় বিচারপতির মুখে। বলেন, 'কুণাল ঘোষ একটি উপন্যাস আমাকে পাঠিয়েছেন। বেশ ভাল লিখেছেন। লেখার হাত খুব ভাল। যদিও আমাকে গালাগাল করতে ছাড়ছেন না। আমাকে টুল নিয়ে বাইরে বসতে বলেছেন। আবার মাঝে মধ্যে আমার খবর নেন।'

বিচারপতির মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'আমার প্রশংসা করার জন্য ওনাকে ধন্যবাদ। উনি বলেছেন আমার সঙ্গে ওনার বন্ধুত্ব হয়ে গিয়েছে। ভুল বললেননি। উনি বলেছেন আমি ওনাকে আক্রমণ করতেও ছাড়ি না। আসলে উনি যখন আমার দলের নেত্রী বা নেতাদের নিয়ে কথা বলেন তখন আমি ওনার দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই ওনার বিরুদ্ধে মুখ খুলি। ওনার সঙ্গে কথা বলে আমার ভাল লেগেছে। নান বিষয়ে কথা হয়, তবে এখানে সব বলা যাবে না।'

Kunal Ghosh Kalyan Banerjee Calcutta High Court justice abhijit ganguly
Advertisment