পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) নিয়োগের অনিয়ম ধরা পড়েছে। পিএসসি-তে ২৮ নম্বর বেড়ে ৮২ হয়ে গিয়েছে। এঅ অবস্থার জন্য আক্ষেপ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার প্রাথমিকের একটি মামলায় শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই শুনানি চলাকালীন বিচারপতি বলেন, 'এখন পিএসসি-র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল।' নিজের অভিজ্ঞতা তুলে ধরে তাঁকে বলতে শোনা যায় যে, 'আমিও এক সময় পিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দুটো সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ ছিল।'
শুনানিতে বর্তমানে রাজ্যের শিক্ষক এবং পড়ুয়াদের সম্পর্কের বিষয়টিও উঠে আসে। ওই প্রসঙ্গেই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, 'পিএসসি-তে ২৮ নম্বর ৮২ নম্বর হয়ে গেল! ভাবা যায়! খারাপ লাগে।' এরপরই পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের অনিয়ম নিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করেন বিচারপতি।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জেরবার পশ্চিমবঙ্গ। আদালতে একাধিক মামলা চলছে। তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে আদালতের নির্দেশে বাতিল হয়েছে কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য় সহ শিক্ষা দফতরের একাধিক কর্তা'কে। পাশাপাশি, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগেও বেনিয়মের অভিযোগ শোরগোল ফেলেছে।