Justice Abhijit Ganguly: জোর চর্চায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। সম্ভবত মঙ্গলবারই বিচারপতির পদ থেকে ইস্তফা (Resignation) দিতে চলেছেন তিনি। এই আবহেই একটি সংবাদমাধ্যমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় (Abhishek Banerjee) প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।
একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মামলা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, "আমি এই নামটি শুনতেই চাই না। এই নামটা উচ্চারণও করতে চাই না। আমি তাঁকে কোনও পলিটিশিয়ান বলেই মনে করি না।"
উল্লেখ্য, মঙ্গলবারই বিচারপতির পদ ছাড়ছেন তিনি। জল্পনা তুঙ্গে যে এরপর তিনি সক্রিয় রাজনীতির ময়দানে নেমে পড়তে পারেন। জল্পনা আরও, যে সম্ভবত তিনি BJP-তেই যোাগ দিতে চলেছেন। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তমলুক থেকে BJP তাঁকে টিকিট দিতে পারে বলেও জোর গুঞ্জন। যদিও এব্যাপারে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে স্পষ্ট করে এখনও কিছু জানাননি। কিংবা বিজেপির তরফেও এবিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন- UPSC: অকল্পনীয় তপস্যায় আকাশচুম্বী সাফল্যের শিখরে বঙ্গতনয়! কাঁটা বিছনো পথ পেরিয়েই দুর্ধর্ষ বিজয় মানসের!
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কেও মন্তব্য করতে দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তৃণমূল সুপ্রিমোকে অত্যন্ত সম্মান দেখিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী মুখ্যমন্ত্রী সম্পর্কেও প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। তবে অভিষেক প্রসঙ্গ উঠতেই তাঁর নাম পর্যন্ত মুখে আনতে চাইলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়।