সোম ও মঙ্গলবার ৭৭জনকে প্রথমিকে শিক্ষক পদে চাকরির নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবার আরও ১১২ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ফলে তিন দিনে মোট ১৮৯ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিল আদালত। সকলকেই আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেচাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকেই এই ১৮৯ জনের নিয়োগ হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
প্রথমিক শিক্ষা পর্ষদের প্রশ্ন ভুলের জেরে টেট পরীক্ষার্থীদের প্রাপ্য বাড়তি নম্বর এবং প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়ে হাইকোর্টে আবেদন করেন নূর আলম। সেই আর্জির জেরেই ১১২ জন টেট উত্তীর্ণ ‘যোগ্য’ প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল।
মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন, 'এর আগে আমরা দেখেছি, বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছিলেন, আদালত তাঁদের চাকরি বাতিল করেছিল। এখন সেই আদালতই যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যবস্থা করছে।'
আজদালতের নির্দেশে খুশি চাকরিপ্রার্থীরা।