সোমবার ২৩ জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর মঙ্গলবার একই নির্দেশ দিলেন আরও ৫৪ জনকে। অর্থাৎ দু'দিনে মোট ৭৭কে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সকলকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য রাখা শূন্যপদ থেকেই এই ৭৭ জনের নিয়োগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পুজোর আগে আদালত নিয়োগের নির্দেশ দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি চাকরি প্রার্থীরা।
আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি মামলা: মমতার পরিবারের সদস্যদের ৪ সপ্তাহে হলফনামা জমার নির্দেশ
২০১৪ সালে প্রাথমিকের টেট পরীক্ষার ফল বেরহয় ২০১৬ সালে। অনুত্তীর্ণ চাকরি প্রার্থীরাদের অনেকের দাবি ছিল, তাঁরা ৬ নম্বর কম পাওয়ার পাস করতে পারেননি। এটা হয়েছে পর্ষদের ভুলে। কিন্তু, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সমাধানের আর্জিতে কাজ হয়নি। বছর পাঁচেক পরে চাকরি প্রার্থীরা নিম্ন আদালতের দ্বারস্থ হলে পর্ষদ ভুল স্বীকার করে নেয়। ২০২১ সালে জানানো হয়েছিল বঞ্চিতরা সকলে টেট উত্তীর্ণ হয়েছেন। তবে চাকরি মেলেনি।
চাকরির দাবিতে এবার বঞ্চিত চাকরি প্রার্থীরা হাই কোর্টের দ্বারস্থ হন। শেষমেশ তাঁদের চাকরিতে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ পর্যদ পালন করে কিনা এখ সেদিকেই তাকিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীরা।