Advertisment

'তদন্তে ঢিলেমি দেখলেই প্রধানমন্ত্রীকে জানাব', সিবিআইকে ধমক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এবার সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের ধমক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Justice Abhijit Ganguly said he will inform pm if he sees any laxity in cbi probe

সিবিআইকে ফের ধমক বিচারপতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

এবার সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের ধমক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সাফ বললেন, 'তদন্তে গা ছাড়া মনোভাব দেখলে এবার প্রধানমন্ত্রীকে জানাব।' নিয়োগ দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এমনই জানিয়েছে সিবিআই।

Advertisment

বিচারপতি গঙ্গোপাধ্যায়ও মনে করেন নিয়োগ দুর্নীতির পিছনে মানিক ভট্টাচার্য ওতোপ্রোতোভাবে জড়িত রয়েছেন। সিবিআইকে জেলে গিয়ে মানিককে জেরার অনুমতি দিয়েছেন বিচারপতি। এমনকী প্রয়োজেন মানিক ভট্টাচার্যকে হেফাজতেও নিতে পারবে সিবিআই, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- যুগান্তকারী নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ফের মুখ পুড়ল শিক্ষা দফতরের!

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর থেকে অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে একের পর এক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি শুধু মানিকেরই নয়, রয়েছে তাঁর স্ত্রী-ছেলেরও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিবিআই মনে করলে তাঁকে হেফাজতে নিয়েও জেরা করতে পারে।

আরও পড়ুন- মমতার আদর্শে ‘অনুপ্রাণিত’ বিজেপি প্রার্থীর ‘লংজাম্প’! পঞ্চায়েত পকেটে তৃণমূলের

এরই পাশাপাশি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত চালিয়ে যেতে পারবে ইডি। ইডিও মনে করলে মানিককে হেফাজতে নিতে পারে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই সঙ্গে এদিন তদন্ত প্রসঙ্গে সিবিআইকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আপনারা সঠিকভাবে তদন্ত করলে ভালো। তদন্তে গা ছাড়া মনোভাব দেখলে প্রধানমন্ত্রীকে জানাব।'

Abhijit Ganguly West Bengal Manik Bhattacharya cbi TET Recruitment Scam justice abhijit ganguly
Advertisment