নিয়োগ মামলার গোটা প্রক্রিয়াটাই সিবিআই ধীর গতিতে করছে। এতেই তিতি বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারের পর মঙ্গলবারও সিবিআইকে কড়া কথা শোনালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় কী করে 'এক গুচ্ছ বোকারা' রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সিবিআই নিয়ে এবার প্রধানমন্ত্রীর দফতরেও নালিশ করার চিন্তাভাবনা করছেন বলে এ দিন জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বিচারপতির নির্দেশ মেনে মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার যে কেস ডায়েরি আদালতে সিবিআই জমা করেছে তাতেই অসন্তুষ্ট বিচারপতি। সব ফাইল দেখে বিচারপতি জানান, যেন ৩৫ বছর আগে ব্যবহার করা ভাষায় দাঁড়ি কমা মিলিয়ে লিখে দিয়েছে সিবিআই! একজনের বক্তব্য আরেকজনের মুখে বসানো হয়েছে।
এদিনও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআই আধিকারিকদের আঁতাতের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, সিবিআই নিজেই অপরাধীদের ঢাকার চেষ্টা করছে, রিপোর্ট দেখে সেটাই মনে হচ্ছে। এরপরই গোটা বিষয়টা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর হুঁসিয়ারি দেন তিনি। শুনানি চলাকালীন বলেন, 'আমার মনে আছে পার্থ চট্টোপাধ্যায় বেশ কিছু জায়গায় সই করেন। মিথ্যে রিপোর্ট। এবার প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সময় এসেছে। বলব সিবিআই কিছুই করছে না। আপনার অফিসাররা শিশু নয়। জানে কী করতে হয়।'