এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলায় একের পর যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জেলে গিয়েছেন মন্ত্রী, বাতিল হয়েছে বহু 'অযোগ্য' শিক্ষকের চাকরি। চলতি মাসেই সুপ্রিম কোর্ট এসএসসি সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরৎ পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টে। আশার আলো জ্বলছিল 'যোগ্য' চাকরিজীবীদের। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্রমশই চাকরিপ্রার্থীদের কাছে 'ভগবান' হয়ে উঠেছিলেন। এই পরিস্থিতিতে সোমবার এজলাসে এসেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কী ঘোষণা?
পুজোর ছুটির পর এজলাসে বসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সোমবার জানিয়েছেন যে, আপাতত তিনি এসএসসি সংক্রান্ত কোনও মামলাই শুনবেন না। তাঁর জন্য নির্ধারিত এই সংক্রান্ত মামলাগুলো শুনানির তালিকা থেকে বাইরে পাঠান হচ্ছে।
কেন এই সিদ্ধান্ত?
চলতি মাসের ৯ তারিখ এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে ফেরৎ পাঠিয়েছিল। এর মধ্যে একটি মামলা রুজু হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে। এ ছাড়াও এসএসসি-র একাদশ এবং দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের পাশাপাশি ওএমআর শিট প্রকাশ-সহ নানা বিষয় নিয়ে মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এই সব মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে ফেরৎ পাঠান। এরপরই উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এসএসসি-র মামলাগুলো নিষ্পত্তি করতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে।
সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরেই আপাতত এসএসসি সংক্রান্ত সব মামলার শুনানি থেকে সরে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়।