Advertisment

Justice Abhijit Ganguly: ২০২৬ অবধি তৃণমূল টিকবে না, শুধু ২-৩টে গ্রেফতারি চাই: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Gangopadhyay Resign: অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেদিন ইস্তফা দেবেন বলে জানিয়েছিলেন ওই দিনই রাজনীতিতে নামার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। তবে নিজে মুখে তিনি বলেননি যে কোন দলে যেতে চলেছেন? আজ বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েই শুধু ক্ষান্ত থাকলেন না, একইসঙ্গে রাজ্যের শাসকদলকে বিভিন্ন ইস্যু তুলে ধরে যারপরনাই আক্রমণ শানালেন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত এই ব্যক্তি। এমনকী আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় নামারও জোরালো ইঙ্গিত দিয়ে রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta HC Judge Abhijit Ganguly, Abhijit Gangopadhyay Resign,  Justice Abhijit Ganguly

Justice Abhijit Gangopadhyay Resign: বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েই রাজ্যের শাসকদল তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Calcutta HC Judge Abhijit Ganguly: চাকরি থেকে ইস্তফা দিয়েই একের পর এক বোমা ফাটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির আক্রমণ সদ্য ইস্তফা দেওয়া এই বিচারপতির। এমনকী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কার্যত তুলোধনা করলেন আর ক'দিনের মধ্যেই BJP-তে যোগ দিতে চলা এই ব্যক্তি।

Advertisment

এদিন সাংবাদিক বৈঠকে সদ্য কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "তৃণমূল মানেই দুর্নীতি। তৃণমূল রাজনৈতিক দল নয়, যাত্রা পার্টি। ওদের যাত্রাপালার নাম মা-মাটি-মানুষ। তৃণমূলের সংস্কৃতিই হল বিচারপতিকে আক্রমণ করা। তৃণমূল ভিতরে ভিতরে বিভিন্ন চাপে ভাঙছে। আমার মনে হয়, ২০০৯ সালে সিপিএমের যা অবস্থা হয়েছিল, তা তৃণমূলেরও হবে।"

২০২৬ অবধি তৃণমূল টিকবে?: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, "২০২৬ অবধি দলটা টিকবে? দু'টো-তিনটে গ্রেফতারির প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়েছে। তৃণমূল আর বেশিদিন নেই। আমার মনে হয় তুলনামূলকভাবে এবার লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি, রিগিংও কম হবে। এটা ভবিষ্যতের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে। তোমরা বাজে কাজ করো না। তৃণমূলের হয়ে রিগিং যারা করেন, তারা জায়গা থেকে চলে যান। তা না হলে মারাত্মক বিপদে পড়বেন।"

আরও পড়ুন- Justice Abhijit Ganguly: ইস্তফা দিয়েই কোন দলে যাওয়ার কথা জানালেন বিচারপতি গাঙ্গুলি?

আরও পড়ুন- Justice Abhijit Ganguly: কেন সিপিআইএম বা কংগ্রেসে যোগ নয়? ব্যাখ্যা দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তালপাতার সেপাইকে সেনাপতি বলছেন, কোন যুদ্ধ জিতেছেন?:অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নাম না করে এদিন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নজিরবিহীনভাবে আক্রমণ শানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেছেন, "তালপাতার সেপাইকে সেনাপতি বলছেন, কোন যুদ্ধ জিতেছেন? আমি ভয় পাই না। ডায়মন্ড হারবারে দাঁড়ালেও হারাব।" এছাড়াও তৃণমূলের আগামী ১০ মার্চ ব্রিগেডের সভা নিয়েও তির্যক মন্তব্য শোনা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে।

West Bengal bjp tmc loksabha election 2024 justice abhijit ganguly
Advertisment