Advertisment

Justice Abhijit Ganguly: এবার অভিষেকের মামলা নিয়েও মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী বললেন?

Case filed by Abhishek Banerjee against Justice Abhijit Ganguly in supreme court: অভিষেকের আবেদন, বিষয়ের বাইরে গিয়ে মামলার বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করা থেকে যেন বিরত থাকেন। সেই মর্মে যেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
justice abhijit gangulys rection to case filed by abhishek banerjee in supreme court , বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক ব্যানার্জী সুপ্রিম কোর্টে মামলা

তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Justice Abhijit Ganguly comments regarding case filed by Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Advertisment

নিয়োগ মামলা থেকে অভিষেকের সম্পত্তি- এছাড়াও আর্থ সামাজিক নানা বিষয়ে প্রকাশ্যে নিজের মতামত জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সন্দেশখালির ঘটনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশন তুলেছিলেন। বলেছিলেন, ‘বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আইনশ়ৃঙ্খলার পরিস্থিতি মোটেই ভাল নয়। কেন কিছু বলছেন না রাজ্যপাল?’ এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির উৎস জানতে চেয়েছিলেন তিনি? বলেছিলেন, ‘স্বচ্ছতা রাখতে অভিষেকের উচিত সোশাল মিডিয়ায় তাঁর সম্পত্তির হিসাব পোস্ট করা।’

আরও পড়ুন- তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্কে মুখ খুললেন মমতা, বদলাবে জোড়-ফুলের রাজ্য মুখপাত্র?

বহু সময় বিচারপতির সেইসব মন্তব্য রাজ্যের শাসক দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অনেকের দাবি, এতে প্রভাব পড়ে মামলায়। এসবের বিরুদ্ধেই পদক্ষেপ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন, বিষয়ের বাইরে গিয়ে মামলার বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করা থেকে যেন বিরত থাকেন। সেই মর্মে যেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

বুধবার সন্ধ্যায় সিমলা ব্যায়াম সমিতিতে বিবেকানন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই অভিষেকের দায়ের করা মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন। বলেন, 'যাক না। যে কেউ সুপ্রিম কোর্টে যেতেই পারেন। কেউ বলতেই পারেন, আমাকে চাঁদ পেড়ে এনে দাও। তা হবে কিনা দেখা যাক না। আসলে আমার কাজকর্মে ও কথাবার্তায় একটা শ্রেণি খুব বিপদে পড়ছে।'

আরও পড়ুন- পরপর তিনবার-আর নয় এবার, দার্জিলিংয়ে ‘বহিরাগত’ প্রার্থী চাইছেন না খোদ বিজেপি বিধায়ক!

তৃণমূল 'সেনাপতি'র দাবি বিচারপতি মামলা সংক্রান্ত বিষয়ে আদালতের বাইরে মন্তব্য করলে তার প্রভাব শুনানিতে পড়তে পারে। এ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতামত, তাঁর মন্তব্যে তদন্ত প্রভাবিত হবে বলে তিনি মনে করেন না। সাফ জানান, সমাজের নানা বিষয় নিয়ে তিনি যেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন তার থেকে সরে আসবেন না।

supreme court Calcutta High Court abhishek banerjee Recruitment Scam justice abhijit ganguly
Advertisment