তদন্তের ধরনে যারপরনাই 'বিরক্তি', CBI অফিসারকে সরিয়ে ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়: justice ganguly sack cbi sit officer in primary recruitment scam case | Indian Express Bangla

তদন্তের ধরনে যারপরনাই ‘বিরক্তি’, CBI অফিসারকে সরিয়ে ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এর আগেও সিটের কাজে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

justice ganguly sack cbi sit officer in primary recruitment scam case
সিবিআইয়ের সিটের অফিসারের কাজে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই সিটের এক তদন্তকারী অফিসারের কাজে যারপরনাই ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি আজই তাঁকে সিট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতির। নিয়োগ দুর্নীতি মামলার কোনও ফাইলপত্র আর যাতে ওই অফিসার না দেখেন বা হাতে না নেন, সেই জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। এর আগেও একাধিকবার সিটের কাজে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছিল বিচারপতিকে। এমনকী ভরা এজলাসে এবিষয়ে বেশ কয়েকবার বিচারপতির ভর্ৎসনার মুখেও পড়তে দেখা গিয়েছে সিবিআই আইনজীবীকে।

আরও পড়ুন- ‘ভালোবাসলে বিয়ে করুন’, ধর্ষণে অভিযুক্ত TMCP নেতাকে বললেন নির্যাতিতার আইনজীবী

এবার একই মামলায় সিটের তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসের কাজে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন সিবিআইকে এই মামলার সঙ্গে সম্পর্কিত একটি রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছিল। সেই রিপোর্টে বেশ কিছু প্রশ্নের জবাব চেয়েছিলেন বিচারপতি। তবে সূত্রের খবর রিপোর্টটি আদালতে সময়মতো জমাই পড়েনি। সিবিআই আইনজীবী এক্ষেত্রে কিছুটা সময় চাইলে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই সিটের অফিসারকে সরানোর নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন- অনুব্রতহীন বীরভূমে নয়া কোর কমিটি গঠন মমতার, ঢুকলেন দুই ‘কেষ্ট-বিরোধী’ নেতা

এদিন এই নির্দেশের পর বেলা ২টোর মধ্যে সিটের নতুন অফিসারের নাম জানাতে বলা হয়েছিল সিবিআই আইনজীবীকে। তবে এক্ষেত্রেও সময় চেয়ে নেন সিবিআই আইনজীবী। আগামিকালের মধ্যে সিটের নতুন অফিসারের নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানাতে হবে সিবিআই আইনজীবীকে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Justice ganguly sack cbi sit officer in primary recruitment scam case

Next Story
‘ভালোবাসলে বিয়ে করুন’, ধর্ষণে অভিযুক্ত TMCP নেতাকে বললেন নির্যাতিতার আইনজীবী