scorecardresearch

শুভেন্দুর বিরুদ্ধে মামলা: শুনানি থেকে সরে গেলেন বিচারপতি রাজাশেখর মান্থা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা।

justice rajasekhar mantha not willing to hearing 2 case against suvendu

এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। এর আগে এই মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। মামলাগুলির দ্রুত শুনানি হচ্ছে না বলে সুপ্রিম কোর্টে নালিশ জানিয়েছিল রাজ্য সরকার। যদিও সর্বোচ্চ আদালত ওই মামলাগুলিতে হস্তক্ষেপ না করে কলকাতা হাইকোর্টকেই এব্যাপারে পদক্ষেপের পরামর্শ দিয়েছিল।

উল্লেখ্য, এরাজ্যের বিভিন্ন থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করে। পুলিশি এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দিয়েছিলেন। এমনকী বিরোধী দলনেতার বিরুদ্ধে নতুন করে মামলা করতে গেলেও হাইকোর্টের অনুমতি নিতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন- ‘কালীঘাটের কাকু’র বাড়ি ঘিরে ফেলেছে CBI, দরজা বন্ধ রেখে তল্লাশি

বিচারপতি মান্থার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। যদিও শীর্ষ আদালত এব্যাপারে হস্তক্ষেপ না করে হাইকোর্টকেই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছিল। যদিও বিচারপতি মান্থাই এবার এই মামলা থেকে সরে দাঁড়ালেন। তাঁর বদলে এই মামলা অন্য কোনও বিচারপতির এজলাসে পাঠানো হোক বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- অন্তর-রহস্য আঁচেই কাঁপুনি! তাই কী মালদায় নব-জোয়ারে অভিষেকের মঞ্চে মমতা?

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Justice rajasekhar mantha not willing to hearing 2 case against suvendu