Advertisment

এসএসসি গ্রুপ 'ডি' মামলা: হাইকোর্টের কড়া নির্দেশ, ২৮১৯ জনের চাকরি বাতিল

OMR শিট কেলেঙ্কারির শাস্তি

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high court cancelled ssc group c 842 jobs , এসএসসি গ্রুপ সি: বাতিলের পথে ৮৪২ জনের চাকরি

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরকড়া নির্দেশ।

এসএসসি গ্রুপ ডি-তে ওএমআর শিট বিকৃত মামলায় ২,৮১৯ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদের চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। চাকরি খোয়ানোদের তালিকা নতুন করে আপলোড করতেও কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁকা পদে ওয়েটিং লিস্টে থাকা ৬,৯৮৮ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ পাবেন বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

Advertisment

শুক্রবার দুপুর ১২টার মধ্যে এসএসসি ও পর্ষদকে চাকরি বাতিলের পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতে এসএসসি-র আইনজীবী জানিয়েছেন জানায়, সন্দেহ নেই যে কারচুপি হয়েছে। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেন, 'আপনারাই যখন বলছেন ২৮১৯ জনের ওএমআর শিট কারচুপিতে সন্দেহ নেই, তখন প্রয়োজনীয় পদক্ষেপ করুন। প্রথমে আলাদা ভাবে এই প্রার্থীদের নাম কমিশনের সাইটে আবারও প্রকাশ করুন। তার পর তাঁদের নিয়োগ বাতিল করুন।'

২,৮১৯ জনের ওএমআর শিট কারচুপি করা হয়েছে বলে সিবিআই তদন্তে আগেই উঠে এসেছিল। আদালতের নির্দেশ, শুক্রবার আদালতে কমিশন হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে ২,৮১৯ জনের নাম আপলোড করার এবং সুপারিশপত্র প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হবে। তার ৫ মিনিটের মধ্যে তাঁদের নিয়োগপত্র প্রত্যাহার করবে মধ্যশিক্ষা পর্ষদ।

এর আগে তদন্তের পর সিবিআই বেআইনি ভাবে গ্রুপ ডি-র পদে নিয়োগ হওয়াদের নামের তালিকা আদালতে জমা দেয়। সেই তালিকার ভিত্তিতে হাইকোর্ট শিক্ষা দফতরকে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। সেই নির্দেশ পেয়ে ১,৬৯৮ জন গ্রুপ ডি-র কর্মীর তালিকা প্রকাশ করে শিক্ষা দফতর। যাঁদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাঁদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

High Court SSC recruitment Abhijit Ganguly
Advertisment