অসুুস্থতার কথা বলেও লাভ হল না, জ্যোতিপ্রিয়কে জেলেই পাঠাল আদালত

রবিবার কালীপুজোর দিন সকালে ইডির দফতর থেকে বেরনো ও ঢোকার মুখে গুরুতর অসুস্থ লাগছিল রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।

রবিবার কালীপুজোর দিন সকালে ইডির দফতর থেকে বেরনো ও ঢোকার মুখে গুরুতর অসুস্থ লাগছিল রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jyotipriya Mallick caught in ration scam fears paralysis

কালীপুজোর দিন সকালে ফের একবার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের।

ইডির হেফাজতে ভালো নেই জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার কালীপুজোর দিন সকালে ইডির দফতর থেকে বেরনো ও ঢোকার মুখে গুরুতর অসুস্থ লাগছিল রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এদিন সকালে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিছুক্ষণ ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ফের তাঁকে ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আশঙ্কা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার ইডির দফতর থেকে বেরনো ও পরে ঢোকার মুখে সাংবাদিকদের সামনে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বালু। শুধু তাই নয় বাকিবুর রহমানকে নিয়ে করা প্রশ্নেরও সোজাসাপ্টা উত্তর দিয়েছেন বনমন্ত্রী।

Advertisment

এদিকে, চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। গত ১৪ দিন ইডি হেফাজতে ছিলেন মন্ত্রী। এ বার জেলে থাকার পালা। আদালতে মন্ত্রীর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানাননি। তবে ইডি হেফাজতে থেকে মন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করেছেন। জেলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার আবেদনও জানানো হয়েছে।

আজ কী বললেন জ্যোতিপ্রিয় মল্লিক?

তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "শরীর অত্যান্ত খারাপ, মৃত্যু শয্যা প্রায়। এক সাইড প্রায় প্যারালাইসিস হয়ে গেছে।"

Advertisment

গতকালই রেশন দুর্নীতি মামলায় ইডি আদালতে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছে। রেশন কাণ্ডে ধৃত বাকিবুর রহমান নাকি জ্যোতিপ্রিয় মল্লিককের স্ত্রী ও মেয়েকে ৯ কোটি টাকা দিয়েছিলেন। গতকাল আদালতে এমনই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। এদিন সাংবাদিকরা এব্যাপারে মন্ত্রীকে প্রশ্ন করতেই তিনি বলেন, "গল্প ছেড়ে দিন।"

আরও পড়ুন- ২০২৫-এই অদৃশ্য শনির বলয়? মারাত্মক কিছুর ইঙ্গিত? জানুন নেপথ্যে কী কারণ

রেশন দুর্নীতিক মামলায় আষ্ঠেপৃষ্ঠে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শুধু বাকিবুর রহমনাই নন, জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক থেকে শুরু করে তাঁর পরিচারকের বয়ান রেকর্ড গড়েছে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র দিকেই আঙুল তুলেছেন।

Jyotipriyo Mallick West Bengal cbi Bakibur Rahman Ration Scam ED