জেলে ফের অসুস্থ রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার রাতে আচমকা জেলের ভিতরেই অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেল সূত্রে খবর, হঠাৎই কাশি শুরু হয়ে গিয়েছিল তাঁর। তড়িঘড়ি নেওয়া হয় উপযুক্ত ব্যবস্থা। মন্ত্রীর সেলে ছুটে যান জেলের পদস্থ কর্তারা।
ফের এক দফায় জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার রাতে তাঁর আচমকা কাশি শুরু হয়ে যায়। একইসঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগতে থাকেন মন্ত্রী। তড়িঘড়ি তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। কিছুক্ষণ ধরে অক্সিজেন নেওয়ার পরেই সুস্থ বোধ করতে থাকেন বনমন্ত্রী। জেল সূত্রের খবর, আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রেখেছেন জেলের আধিকারিকরা।
অসুস্থতার কারণেই বৃহস্পতিবার ভার্চুয়ালি ইডির বিশেষ আদালতের শুনানিতে হাজির করানো হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছিলেন বিচারক। করজোড়ে বিচারকের কাছে কাতর আর্জি জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, ‘স্যার, আমি বাঁচতে চাই। আমার শরীরের অবস্থা ভালো নেই। আমায় বাঁচতে দিন। আমার চিকিৎসার প্রয়োজন আছে। হাত-পা কাজ করছে না। সুগার প্রায় ৩৫০। আমায় ইনসুলিন ইনজেকশন নিতে হয়। প্রচুর ওষুধ খাই। আমার কিডনি, লিভারের সমস্যা রয়েছে।’
আরও পড়ুন- খেল শুরু ঘূর্ণিঝড় ‘মিধিলি’র, তাণ্ডব বইয়ে জোরালো দুর্যোগ? তুমুল বৃষ্টি কোন কোন জেলায়?
এরপর বৃহস্পতিবার সরাতে প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে জেল কর্তৃপক্ষের দ্রুত তৎপরতার জেরে কিছুক্ষণের মধ্যেই সুস্থ বোধ করতে থাকেন বনমন্ত্রী। আপাত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।