Advertisment

ফিট জ্যোতিপ্রিয়, হেঁটেই উঠলেন গাড়িতে, নিয়ে যাওয়া হল সিজিওতে, রাতেই জেরা?

সর্বসম্মতিক্রমে জ্যোতিপ্রিয় মল্লিককে ছুটি দেওয়ার পক্ষেই মত দিয়েছে মেডিক্যাল বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Ration scam accused arrested Jyotipriya Mallick removed from wb state cabinet

Jyotipriya Mallick: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বিকেলেই ফিট সার্টিফিকেট দিয়েছিল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই তৎপর হন ইডির আধিকারিকরা। রাত প্রায় পৌনে ১০টা নাগাদ রেশন দুর্নীতি-কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে বের করে আনেন ইডির তদন্তকারীরা। সাদা পঞ্জাবি-পাজামা পরা জ্যোতিপ্রিয় হেঁটেই ওঠেন গাড়িতে। গন্তব্য, সোজা সিজিও কমপ্লেক্স। বাইরে সংবাদমাধ্যম কর্মীদের ভিড়, কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি। এরই মধ্যে ইডি কর্তারা জ্যোতিপ্রিয় মল্লিককে লিফট পর্যন্ত নিয়ে আসেন। এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা ও দাদা। সূত্রের খবর, মন্ত্রীর জন্য রাতের খাবার আনা হয়েছিল বাড়ি থেকেই। ইডি সূত্রে খবর, এদিন রাতে সেই অর্থে জেরা করা হবে না বনমন্ত্রীকে। কিন্তু, মঙ্গলবার সকাল থেকেই নাগাড়ে জেরার সম্ভাবনা।

Advertisment

এর আগে রবিবার থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ বলতে শুরু করে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। সোমবার একথা জানিয়েও দেয় বাইপাস সংলগ্ন হাসপাতালের মেডিক্যাল বোর্ড। এরপরই হাসপাতালে বালুর নজরদারিতে থাকা ইডি অফিসারদের তৎপর হয়ে উঠতে দেখা যায়। হাসপাতাল থেকে আজই মন্ত্রী জ্যোপ্রিয় ইডি হেফাজতে যাওয়ার সম্ভাবনা বাড়ল। তবে কবে মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেবেন কেন্দ্রীয় গোয়েন্দারা, তা তাঁদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

রেশন দুর্নীতি কাণ্ডে গত শুক্রবার ভোরে গ্রেফতার করা হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজত হয়েছে তাঁর। ওই দিনই শুনানির সময় অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। এজলাসেই চেয়ার থেকে পড়ে যান। বমি করেন। অজ্ঞানও হয়ে যান। তারপরই আদালতের অনুমতিতে তাঁকে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চলে নানা শারীরিক পরীক্ষা-নীরিক্ষা। এরপরই সোমবার বেলা ৩টে নাগাদ বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। সেখানে চিকিৎসকরা জানান, আপাতত জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অর্থাৎ, সর্বসম্মতিক্রমে জ্যোতিপ্রিয় মল্লিককে ছুটি দেওয়ার পক্ষেই মত দিয়েছে মেডিক্যাল বোর্ড। অবশ্য ইডি হেফাজতে সময় মত মন্ত্রীকে ওষুধ, দিনে চারবার করে ইনসুলিন নিতে হবে। মাসখানেক পর মন্ত্রীকে ফলোআপ করতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে থাকায় এতদিন রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে জেরা করতে পারেনি ইডি। হেফাজতে পেয়ে সেই কাজই এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কোন পথে হবে জিজ্ঞাসাবাদ? চলছে ইডি গোয়েন্দাদের আলোচনা।

আরও পড়ুন- ‘বান্ধবী’ অর্পিতাকে নিয়ে বড় সাধ ছিল পার্থর, জল ঢেলেছিলেন বালু

Jyotipriyo Mallick Enforcement Directorate Jyotipriyo Mullick tmc Bengal Ration Distribution Scam
Advertisment