রেশন দুর্নীতি মামলায় ইডি শুক্রবারই গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ৬ নভেম্বর পর্যন্ত মন্ত্রীর ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ শোনার পরই এজলাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। আদালত কক্ষেই চেয়ার থেকে পড়ে যান তিনি। বমিও করে ফেলেন। এরপরই তাঁকে আদালতের নির্দেশে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। গতকাল থেকে সেখানেই চিকিৎসাধীন তিনি। হাতপাতাল সূত্রে খবর, আপাতত মন্ত্রীর শীররিক অবস্থা স্থিতিশীল। কবে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে? সোমবারের পর এর ইঙ্গিত মিলতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- হাইপ্রোফাইল হাসপাতালে হাইফাই প্রহরায় নজরবন্দি জ্যোতিপ্রিয়, কেমন তার বহর?
শনিবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বিতীয় দফায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সব পরীক্ষার রিপোর্টই স্বাভাবিক। তাহলে হঠাৎ কেন পড়ে গেলেন মন্ত্রী? তার উত্তর পেতে মন্ত্রীকে 'হেড আপ টিল্ট টেবিল টেস্ট' পরীক্ষা করানোর কথা ভাবছেন চিকিৎসকরা। এই পরীক্ষা এক ঘণ্টা পাঁচ মিনিট ধরে চলে। বিভিন্ন অ্যাঙ্গলে রোগীকে দাঁড় করিয়ে, শুইয়ে এই পরীক্ষা করা হয়। কত ডিগ্রিতে কতক্ষণ রোগীকে দাঁড় করানো যায়, তার একটা নির্দিষ্ট সময় সীমা আছে। তবে যে অ্যাঙ্গলেই রোগীকে রাখা হোক না কেন, মাথা সবসময় সোজা থাকবে এই পরীক্ষা করার সময়। এই পরীক্ষার জন্যই জ্যোতিপ্রিয় নল্লিককে আগামী সোমবার পর্যন্ত হাসপাতালে রাখতে আগ্রহী চিকিৎসকরা।
আরও পড়ুন- ইডি ধরতেই অজ্ঞান বালু! ভর্তি নামী বেসরকারি হাসপাতালে, খরচ জোগাচ্ছে কে?
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে হুলস্থূল পড়েছে। তিনি একটি শীররিক পরীক্ষার রিপোর্ট তুলে ধরেছেন। দাবি করেছেন সেটি "বাংলার মোস্ট ওয়ান্টেড ডায়াগনস্টিক রিপোর্ট"। রিপোর্টটি 'রেশন ডাকাত'-এর, যার ডাক নাম 'বালু ব্যক্তি'। শুভেন্দুর পেশ করা রিপোর্টে বেশ কয়েকটি পরীক্ষার ফলও উল্লেখ করা হয়েছে। শেষে রিপোর্ট কার্ডটিতে লেখা রয়েছে, 'সংকটজনক নয়'।
এক্সবার্তায় কাকে নিশানা করেছেন বিরোধী দলনেতা, সে নিয়ে কোনও নাম উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- Exclusive: শীর্ণকায় মুকুল রায়ের ছবি ভাইরাল, কেমন আছেন, কী করছেন? জানুন আসল তথ্য