'এরা অন্যায় করছে', আদালতের পথে ফের কাকে নিশানা বন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয়র?

এদিন আদালতে কী বোমা ফাটাবেন বনমন্ত্রী সেদিকেই সকলের নজর।

এদিন আদালতে কী বোমা ফাটাবেন বনমন্ত্রী সেদিকেই সকলের নজর।

author-image
IE Bangla Web Desk
New Update
Jyotipriya Mallick ration scam ed custody updates , জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি ইডি হেফাজত আপডেটস

রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক।

সিজিও থেকে সোমবার আদালতে যাওয়ার পথে আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির দফতর থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় বলেন, 'আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।' এরপরই সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন, 'এরা যা করেছে, অন্যায়, অনৈতিক কাজ করেছে। কোর্ট নিশ্চয়ই বিচার করবে।'

Advertisment

কিন্তু কে বা কারা 'অন্যায়' কিংবা 'অনৈতিক' কাজ করেছে? এদিন অবশ্য তা স্পষ্ট করেননি জ্যোতিপ্রিয় মল্লিক।

পাশাপাশি জ্যোতিপ্রিয় দাবি করেনছে যে, তিনি অসুস্থ।

Advertisment

আরও পড়ুন- ‘মন্ত্রীর কথা তো ফেলতে পারি না’, বোমা ফাটালেন প্রাক্তন আপ্তসহায়ক! জ্যোতিপ্রিয়র আরও কীর্তি ফাঁস

গত শুক্রবার হাসপাতালে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় চাঞ্চল্যকর দাবি করেছিলেন। যা নিয়ে তোলপাড় পড়ে যায়। মমতা মন্ত্রিসভার অন্যতম সদস্য বলেছিলেন যে, 'মমতাদি-অভিষেক সবটা জানে। আমাকে ফাঁসানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। চার দিনের মধ্যে সব প্রকাশ হবে। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।'

সেই সূত্রেই এদিন আদালতে কী বোমা ফাটাবেন বনমন্ত্রী সেদিকেই সকলের নজর।

আরও পড়ুন- কেলেঙ্কারিতে লালু যোগ বালুর! রেশন-কাণ্ডের সঙ্গে কীভাবে জড়াল পশুখাদ্য দুর্নীতি?

Enforcement Directorate Jyotipriyo Mullick Jyotipriyo Mallick Bengal Ration Distribution Scam