Advertisment

এবার বালুর হল কী? ভরদুপুরে ইডির দফতরে জ্যোতিপ্রিয়র ব্যক্তিগত চিকিৎসক

রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের।

author-image
IE Bangla Web Desk
New Update
ED is installing CCTV cameras outside Jyotipriya Mallicks cabin in SSKM Hospital

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করতে ইডির দফতরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ড: সমাজপতি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। আদালতের নির্দেশের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সোমবার রাতে হাসপাতাল থেকে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি। আদালতের নির্দেশ মেনেই বুধবার কমান্ড হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর বৃহস্পতিবার দুপুরে ইডির দফতরে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যক্তিগত চিকিৎসক।

Advertisment

এদিকে, রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টও। উচ্চ আদালতের বৃহস্পতিবারের এই নির্দেশ ঘিরে তুঙ্গে চর্চা। এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যাঙ্কশাল আদালত চিকিৎসার জন্য তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওযা যেতে পারে বলে নির্দেশে জানিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমান্ড হাসসপাতাল কর্তৃপক্ষ। সেই আবেদনের ভিত্তিতেই এবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ শুনিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ নভেম্বর।

জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে কী নির্দেশ হাইকোর্টের?

প্রয়োজনে জ্যেতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসাপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবে ইডি, এদিন এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে ব্যাঙ্কশাল আদালতও এই একই নির্দেশ দিয়েছিল। তবে আদালতের সেই নির্দেশে আপত্তি জানায় কমান্ড হাসপাতল কর্তৃপক্ষ। রাজ্যের মন্ত্রীর চিকিৎসা তাঁদের হাসপাতালে করানোয় সমস্যার কথা জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিল কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হাসপাতালের সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত।

আরও পড়ুন Explained: মমতা-ন্যানোর কাহিনি: কেন রাজ্যের থেকে টাটা ৭৬৬ কোটি টাকা, সুদের দাবিদার?

আরও পড়ুন- দিঘায় পর্যটকদের হয়রানির দিন শেষ! যুগান্তকারী পদক্ষেপ প্রশাসনের

পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও কমান্ড হাসাপাতালের তরফে জানানো হয়, তাঁদের হাসপাতালে শুধুমাত্র প্রতিরক্ষার সঙ্গে যুক্তদেরই চিকিৎসা করা হয়। এক্ষেত্রে অন্য সাধারণ নাগরিকদের চিকিৎসা সেখানে শুরু হলে হাসপাতালে সমস্যা হতে পারে। যদিও কলকাতা হাইকোর্ট ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে কোনও বদল আনেনি।

আরও পড়ুন- মমতার কালীঘাটের বাড়ির বৈধতা নিয়েই বিরাট প্রশ্ন! মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ শুভেন্দুর

বরং কমান্ড হাসপাতালের আবেদনে আপাতত সাড়া দেয়নি হাইকোর্ট। তবে এব্যাপারে ইডিরও মতামত শুনবে উচ্চ আদালত। আগামী ৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তখনই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। সুতরাং, আপাতত প্রয়োজনে রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আলিপুরের কমান্ড হাসাপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবে ইডি।

West Bengal ED highcourt Jyotipriyo Mallick Bengal Ration Distribution Scam
Advertisment