আদালতের নির্দেশে আপাতত জেলেই রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আলিপুর কমান্ড হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তবে তাতে কি! প্রেসিডেন্সি জেলে যাওয়া ইস্তক বারবার শরীর খারাপের কথা বলে এসএসকেএমে ভর্তির একপ্রকার বায়না জুড়ি দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী, এমনই খবর সূত্রের।
জেলে ঢুরেই নিজের ঘর দেখে কার্যত আঁতকে উঠেছিলেন বালু মল্লিক, এমনই খবর সূত্রের। "আমি রাজ্যের মন্ত্রী। আমি এই সেলে থাকব? আমার শরীরের বাঁদিক প্যারালাইসিস হয়ে যাচ্ছে। আমি এখানে থাকব না। আমাকে SSKM-এ পাঠিয়ে দেওয়া হোক।" তবে জেলের তরফেও জানিয়ে দেওয়া হয়, তাঁর জন্য এই সেলই বরাদ্দ করা হয়েছে। এখানেই তাঁকে থাকতে হবে। বারবার শারীরিক অসুস্থতার কথা বললে জেলের চিকিৎসকরাও স্পষ্ট করেই জানিয়েছেন যে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার মতো কিছু হয়নি।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় আষ্ঠেপৃষ্ঠে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন কাণ্ডে আগেই ধৃত বাকিবুর রহমানকে দফায় দফায় জেরা করেই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশিতে যায় ইডি।
আরও পড়ুন- হেঁটে যাচ্ছেন তৃণমূল নেতা, পিছনে বাইকে দুষ্কৃতীরা, খুনের আগের মুহূর্তের রোমহর্ষক ফুটেজ ভাইরাল!
তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। একাধিক ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করা হতো বলে জানতে পেরেছে ইডি।