উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব মমতার মন্ত্রীর কন্যা

কাকে নিয়োগ দেওয়া হল?

কাকে নিয়োগ দেওয়া হল?

IE Bangla Web Desk & Rajit Das
New Update
tmc rajya sabha mp abir ranjan biswas loksabha mp prosun banerjee daughter Prerana Banerjee wedding , মমতার তৃণমূল পরিবারে বিয়ে, ছাদনাতলায় রাজ্যসভার এমপি ও লোকসভার সাংসদ-কন্যা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব পদে নিযুক্ত হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী। ৩১ জুলাই বিজ্ঞপ্তি জারি হলেও এই নিয়োগের বিষয়টি জানা গিয়েছে বুধবারই। প্রিয়দর্শিনী তিন বছর সচিবের দায়িত্ব সামলাবেন বলেই নির্দেশিকায় উল্লেখ রয়েছে। জ্যোতিপ্রিয় কন্যা আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজির বিভাগের সহকারী অধ্যাপিকা হিসাবে কর্মরতা ছিলেন।

Advertisment

তাপস কুমার মুখোপাধ্যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। কারণ হিসাবে তাপসবাবুর যুক্তি ছিল, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ৪ তারিখ তিনি দায়িত্ব ছাড়ার পর নতুন যিনি তাঁর জায়গায় আসবেন, তিনি সেই দায়িত্ব সামলাতে সমস্যায় পড়ে যাবেন। তাই আগেভাগেই পদ ছেড়ে দিতে চেয়েছিলেন তাপসবাবু। প্রশাসন তাপস মুখোপাধ্যায়ের আবেদনকে মান্যতা দিয়েছে। সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। শেষমেষ প্রিয়দর্শিনী মল্লিককে সচিব হিসাবে পেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নির্দেশের প্রতিলিপি হাতে না মেলায় এখনই সমবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি প্রিয়দর্শিনী।

রাজ্যের একজন মন্ত্রীর মেয়েকে শিক্ষা প্রশাসনে নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

২০২১ সালে বিজেপি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা এবং কন্যা প্রিয়দর্শিনীর মল্লিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিল প্রধান বিরোধী দল। বিজেপি-র অভিযোগ ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক ক্ষমতার অপব্যবহার করে কয়েক কোটি টাকার আর্থিক তছরূপ করেছিলেন। এর সঙ্গে জড়িত মন্ত্রী স্ত্রী ও কন্যাও। রীতিমতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আয়কর রিটার্ন-এর কাগজপত্র পেশ করে অভিযোগের বিষয়টি জোড়ল করতে চেয়েছিল বিজেপি নেতৃত্ব।

Advertisment

আরও পড়ুন- আদালতের কড়া ধমকে বড় বিপদের আঁচ! তড়িঘড়ি তৃণমূলের কর্মসূচির দিন বদল খোদ মমতার

আরও পড়ুন- দুর্নীতির অভিযোগকে ৩০০ শতাংশ চ্যালেঞ্জ নুসরতের! কিন্তু কড়া প্রশ্ন শুনেই মেজাজ হারালেন সাংসদ-অভিনেত্রী

tmc Mamata Banerjee West Bengal