‘অপা’র পর এবার ‘দোতারা’। রেশন দুর্নীতিতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই এবার তাঁর বিশাল সম্পত্তির হদিশ মিলল শান্তিনিকেতনে। বড়সড় জায়গার ওপর প্রাসাদোপম বিলাসবহুল সেই বাড়ির আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এনিয়ে শান্তিনিকেতন জুড়ে গুঞ্জন শুরু হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের ‘অপা’ বাড়ি এখনও চর্চায় রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর সেই বাড়ি দেখতে যাওয়ার ধুম পড়ে যায়। ‘অপা’রও ঠিকানাও এই শান্তিনিকেতনেই। এবার কবিগুরুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনেই খোঁজ মিলল রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ‘দোতারা’র।
প্রশ্ন উঠতে শুরু করেছে কালো টাকা সাদা করতেই কি শান্তিনিকেতনে বাড়ি কেনা? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই তাঁরও একাধিক সম্পত্তির হদিশ মেলে। তার মধ্যে বোলপুর, শান্তিনিকেতন বেশ কয়েকটি বাড়ির হদিশ পাওয়া যায়। যার মধ্যে ‘অপা’ অন্যতম। প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই শান্তিনিকেতনের সঙ্গে তাঁরও যোগসূত্র পাওয়া গেল।
শান্তিনিকেতনের রতনপল্লির বিলাসবহুল বাগানবাড়ি এখন ইডির নজরে। জানা গিয়েছে, ২০১৭ সালে প্রায় দেড় কোটি টাকা দিয়ে মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের নামে বাড়িটি কিনেছিলেন বনমন্ত্রী। পরে প্রায় ১ কোটি টাকা ব্যয় করে বাড়িটি সংস্কার করেন। স্থানীয় সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক ওই বাড়িতে খুব একটা না এলেও তাঁর মেয়ে এবং আত্মীয়স্বজনরা মাঝে মধ্যেই আসতেন। এই মুহূর্তে বাড়িতে কেয়ারটেকার থাকলেও তিনি বাড়ির বাইরে আসছেন না।
আরও পড়ুন- ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়, আদালতের নির্দেশ শুনেই জ্ঞান হারালেন মন্ত্রী!
বাগান বাড়ির ভিতর থেকে তালা বন্ধ। ফলে এনিয়ে কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে সূত্রের খবর, দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের সময়ে বেশ কয়েকজন বিধায়ক, মন্ত্রী, সাংসদরা শান্তিনিকেতনে আমোদপ্রমোদের জন্য বিলাসবহুল বাড়ি কিনে রেখেছেন। একের পর এক মন্ত্রী, বিধায়ক গ্রেফতার হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আস্তে শুরু করেছে। দু-একদিনের মধ্যেই শান্তিনিকেতনের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিতে পারেন বলে জানা গিয়েছে।