Advertisment

বালুকে জালে তুলে রেশন দুর্নীতির পর্দা ফাঁসে মরিয়া ED! ধুঁয়াধার ছকে জেরার ভাবনা

রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jyotipriya Mallik and Bakibur Rahman face-to-face cross-examination is the idea of ​​ED

প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর সল্টলেকের বাড়িতে একটানা ২০ ঘণ্টা তল্লাশি ও তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষেই গ্রেফতারি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারিতে রেশন দুর্নীতি মামলার অনেক জটই খুলে যেতে পারে বলে মনে করছে ইডি। আর তাই হেফাজতে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে ঠিক কোন পথে জেরা চলবে সেব্যাপারে ইতিমধ্যেই চকআউট করে নিয়েছেন ইডির অফিসাররা, এমনই খবর সূত্রের।

Advertisment

হেফাজতে পেলে ইডি কোন পথে জেরা করতে পারে জ্যোতিপ্রিয়কে?

জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তোলার পর হেফাজতে পেলে বাকিবুর রহমানের সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। বাকিবুরের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই সম্পত্তির উৎস কী? সেব্যাপারেই দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনই খবর সূত্রের। বাকিবুর-জ্যোতিপ্রিয় মুখোমুখি জেরায় রেশন বণ্টন দুর্নীতি মামলার বহু জট খুলে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। বাকিবুরের পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। দুবাই, বাংলাদেশেও ব্যাবসা রয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরের। প্রভাবশালী একাধিক ব্যক্তি বাকিবুরের মাধ্যমেই কালো টাকা সাদা করতেন বলে আশঙ্কা ইডির। বাকিবুরকে দফায় দফায় জেরা চলছে। এরপর বৃহস্পতিবার সকালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছিল ইডি।

আরও পড়ুন- ইডির গ্রেফতারিতে ঘুরে ফিরে সেই ষড়যন্ত্র তত্ত্ব, আসলে কোন দিকে ইঙ্গিত জ্যোতিপ্রিয়র?

আরও পড়ুন- কাদের ‘ষড়যন্ত্রে’ গ্রেফতার? নাম বলে বলে ‘চিল চিৎকার’ ক্ষুব্ধ জ্যোতিপ্রিয়র!

সেই থেকে টানা ২০ ঘণ্টা ধরে তাঁর সল্টলেকের দুটি বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। একইসঙ্গে রেশন দুর্নীতী মামলায় দফায় দফায় জিজ্ঞাসাবাদও চলে জ্যোতিপ্রিয় মল্লিককে। শেষমেশ শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আজই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানাবে ইডি।

আরও পড়ুন- ভোররাতে নাটকীয় গ্রেফতারি! স্বাস্থ্য পরীক্ষার পর আজই কোর্টে পেশ জ্যোতিপ্রিয়কে

Jyotipriyo Mallick West Bengal ED
Advertisment