শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের পর প্রাক্তন শিক্ষামন্ত্রীরও প্রতিক্রিয়া ছিল, 'বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে'। এবার ইডির হাতে গ্রেফতারের পর বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাংবাদিকদের প্রশ্নে প্রথম প্রতিক্রিয়া, 'গভীর ষড়যন্ত্রের শিকার'। অর্থাৎ, ঘুরে ফিরে তাবড় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখে সেই ষড়যন্ত্র তত্ত্ব। ষড়যন্ত্রের ইঙ্গিত কোন দিকে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
ইতিমধ্যে গরু পচার কাণ্ডে তিহাড়ে বন্দি আছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে আছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। অনুব্রত মণ্ডল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট এখনও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তবে ধোঁয়াশা রেখে ষড়যন্ত্রের কথা কেষ্টর মুখে শোনা যায়নি।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েই প্রথম দিকে ষড়যন্ত্রের কথা বলেছিলেন। কিন্তু কাদের ষড়যন্ত্র তা নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের গুনগান গেয়ে অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন। যদিও তিনি দল থেকে বহিষ্কৃত। এদিকে গ্রেফতার হয়ে সল্টলেকের বাড়ি থেকে ইডির গাড়িতে উঠতেই ষড়যন্ত্র নয়, একেবারে গভীর ষড়যন্ত্রের কথা বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়। পরে সিজিও থেকে বের হওয়ার সময় বলেছেন শুভেন্দু অধিকারী ও বিজেপির ষড়যন্ত্র। বেশিক্ষণ কৌতূহল ধরে রাখেননি বালু।
রাজনৈতিক মহলের মতে, পাছে গভীর ষড়যন্ত্রের নিশানা কোন দিকে ধাবিত হয়ে যেতে পারে সেই সংশয় ছিল।
আরও পড়ুন- ভোররাতে নাটকীয় গ্রেফতারি! স্বাস্থ্য পরীক্ষার পর আজই কোর্টে পেশ জ্যোতিপ্রিয়কে
তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গীরা সেভাবে কেউ দলের নেতৃত্বে নেই। ইডির হাতে গ্রেফতার হয়ে আছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক। একটা সময় রাজনৈতিক ক্ষেত্রে বিপক্ষ দলের বিরুদ্ধে সব থেকে বেশি অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করতেন মুকুল রায়। তৃণমূলের সেই সেকেন্ড ইন কমান্ড নিজেই বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছেন। মদন মিত্র দলের বিধায়ক ছাড়া সেভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই। চলচ্চিত্র জগতে নাম লিখিয়েছেন।
আরও পড়ুন- কাদের ‘ষড়যন্ত্রে’ গ্রেফতার? নাম বলে বলে ‘চিল চিৎকার’ ক্ষুব্ধ জ্যোতিপ্রিয়র!
অভিজ্ঞ মহলের মতে, 'গভীর ষড়যন্ত্র। এটুকু বলতে পারি।' প্রথম প্রতিক্রিয়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্য ধোঁয়াশা তৈরি করে। প্রশ্ন উঠতে শুরু করেছিল, কারা সেই ষড়যন্ত্র করেছিল? কাদের ইঙ্গিত করেছেন ধৃত মন্ত্রী? কারণ, রাজনীতিতে বোঝাই দায় কে শত্রু বা কে মিত্র? পরে বনমন্ত্রী বিজেপি ও শুভেন্দু অধিকারীকে নিশানা করলেও নানা চর্চা ঘুরপাক খাচ্ছে তাঁর ষড়যন্ত্রের মন্তব্যে। ঠিক যেমন হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের সময়।