রেশন দুর্নীতি মামলায় শুক্রবার ভোররাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে। বিচারক বনমন্ত্রীর ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। বিচারকের নির্দেশ শুনেই আদালত কক্ষে জ্ঞান হারান দোর্দণ্ডপ্রতাপ এই রাজনীতিবিদ। তড়িঘড়ি আদালত থেকেই তাঁকে কলকাতারই একটি নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ অনেক! সেই খরচ জোগাচ্ছে কে?
কে জোগাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার খরচ?
শুক্রবার গ্রেফতার করার পর রাজ্যের প্রক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল আদালতে তোলে ইডি। বিচারক তাঁর ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ শোনার পরেই অজ্ঞান হয়ে পড়েন বনমন্ত্রী। তখনই ইডির তদন্তকরী অফিসার জানান, ধৃতের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে তাঁর পছন্দের হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া যেতে পারে।
তবে এক্ষেত্রে আদালতের তরফে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসার খরচ অভিযুক্তকেই বহন করতে হবে। অর্থাৎ, সল্টলেকের যে নামী বেসরকারি হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি রয়েছেন সেখানকার চিকিৎসার যাবতীয় খরচ মন্ত্রীমশাইকেই বহন করতে হচ্ছে।
আরও পড়ুন- বালুর সব ‘কৃতকর্মের প্রমাণ’ মেরুন ডায়েরিতেই? পাতার ভাঁজেই লুকিয়ে সীমাহীন ‘জুয়াচুরি’?
গতকাল আদালত আরও জানিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক যতদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবেন সেই দিনগুলি তাঁর ইডির হেফাজত মেয়াদের মধ্যে গণ্য করা হবে না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি তাঁকে হেফাজতে নেবে।
আরও পড়ুন- Exclusive: শীর্ণকায় মুকুল রায়ের ছবি ভাইরাল, কেমন আছেন, কী করছেন? জানুন আসল তথ্য
ওই দিন থেকেই তাঁর হেফাজত মেয়াদ গণ্য হবে। গতকাল আদালত আরও জানিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক একটু সুস্থ বোধ করলেই তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে। প্রয়োজনে কমান্ড হাসপাতালেই মেডিক্যাল বোর্ড গঠন করে প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিকিৎসা চলবে।