Jyotiraditya Scindia and Sukanta Majumdar walk the Ramp: রাজনীতির ময়দান থেকে ফ্যাশন শো', সবেতেই সাবলীল সুকান্ত, র‍্যাম্পে হেঁটে চমকে দিলেন রাজ্য বিজেপি সভাপতি

Jyotiraditya Scindia and Sukanta Majumdar walk the Ramp: র‍্যাম্পে যে দক্ষতার পরিচয় দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী তাতে 'ব্যর্থ' হতে বাধ্য নামি-দামী মডেলরাও। নয়া দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো-তেই পাশাপাশি র‍্যাম্প ওয়াকে সামিল এই দুই কেন্দ্রীয় মন্ত্রী।

Jyotiraditya Scindia and Sukanta Majumdar walk the Ramp: র‍্যাম্পে যে দক্ষতার পরিচয় দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী তাতে 'ব্যর্থ' হতে বাধ্য নামি-দামী মডেলরাও। নয়া দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো-তেই পাশাপাশি র‍্যাম্প ওয়াকে সামিল এই দুই কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Jyotiraditya Scindia and Sukanta Majumdar walk the Ramp

রাজনীতির ময়দান থেকে ফ্যাশন শো', সবেতেই সাবলীল সুকান্ত, র‍্যাম্পে হেঁটে চমকে দিলেন রাজ্য বিজেপি সভাপতি

Jyotiraditya Scindia and Sukanta Majumdar walk the Ramp: রাজনীতির ময়দান ছেড়ে ফ্যাশন শো'তে 'জাদু' দেখালেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দোসর কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। র‌্যাম্পে যে দক্ষতার  পরিচয় দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী তাতে 'ব্যর্থ' হতে বাধ্য নামি-দামী মডেলরাও। নয়া দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো-তেই পাশাপাশি র‌্যাম্প ওয়াকে সামিল এই দুই কেন্দ্রীয় মন্ত্রী। 

Advertisment

পরনে হালকা সাদা রঙের ব্লেজার। তার উপরে রুপোলি সুতোর কাজ করা। গলায় ঝুলছে লম্বা স্কার্ফ, ফ্যাশন র‌্যাম্পে হাঁটতে দেখা গেল দুই কেন্দ্রীয় মন্ত্রীকে। শনিবার এমনই অভিনব ঘটনায় সাক্ষী থাকল রাজধানী দিল্লি। দুই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুকান্ত মজুমদারকে সাবলীল ভঙ্গিতে ফ্যাশন র‌্যাম্পে হাঁটতে দেখে রীতিমত অবাক সকলেই। রাজনীতির ময়দান থেকে শুরু করে  ফ্যাশন শো' সবেতেই যে সাবলীল দুই মন্ত্রী তা আর  বলার অপেক্ষা রাখে না। 

Advertisment

অষ্টলক্ষ্মী মহোৎসব উপলক্ষ্যে ফ্যাশন শোতে র‌্যাম্পে হেঁটে সবাইকে চমকে দিয়েছেন এই দুই হেভিওয়েট। ঐতিহ্যবাহী উত্তর-পূর্ব স্টাইলের জ্যাকেট পরে র‌্যাম্পে হাঁটলেন তাঁরা। এদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই ফ্যাশন শো' আয়োজন করা হয়। 

অষ্টলক্ষ্মী উৎসব কি?

অষ্টলক্ষ্মী মহোৎসব কর্মসূচির উদ্দেশ্য হল ঐতিহ্যবাহী হস্তশিল্প, তাঁত, কৃষি পণ্য এবং পর্যটনের ক্ষেত্রকে প্রচার করা, বিশ্ব দরবারে তুলে ধরা। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়,  মণিপুর,  নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং  সিকিমকে 'অষ্টলক্ষ্মী' বা সমৃদ্ধির আট রূপ বলা হয়। অষ্টলক্ষ্মী মহোৎসবের মাধ্যমে এই অঞ্চলের সংস্কৃতি, সৃজনশীলতা এবং অর্থনৈতিক সুযোগের অনন্য মিশ্রণ প্রতিফলিত হয়।  অষ্টলক্ষ্মী উৎসব উত্তর-পূর্ব ভারতের জন্য একটি প্রধান অনুষ্ঠান।

modi Jyotiraditya Scindia Sukanta Majumder