Kabir Suman Health Updates: অসুস্থ জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীত শিল্পী কবীর সুমন। কলকাতা মেডিক্যাল কেলেজে চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অসুস্থ 'গানওয়ালা'কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগের চেয়ে ভাল আছেন। কথা বলেছেন। বাড়ি যাব, বাড়ি যাব করছেন। কিন্তু আমি বলেছি, এখন বাড়ি যাওয়া যাবে না। আবার যখন-তখন এমন হতে পারে। বলেছি দশদিনের আগে হবে না। সুস্থ হয়ে ফিরবেন।'
এদিন হাসপাতালে মিনিট দশেক কবীর সুমনের কেবিনে ছিলেন মুখ্যমন্ত্রী। ওই সময় তাঁদের মধ্যে গান নিয়েও কথা হয়েছে। মমতা বলেন, 'উনি তো বাংলা খেয়ালের লোক। আমার সঙ্গে বাংলা খেয়াল নিয়ে কথা বলেন।'
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, 'সুমনের সঙ্গে যেখানেই দেখা হয়, গান নিয়ে কথা হয়। আজও হয়েছে। উনি আমাকে জয় বাংলা বলেছেন। আমিও বলেছি।'
আরও পড়ুন- Mamata Banerjee-Matua: ‘মতুয়াদের সবচেয়ে বড় বন্ধু তৃণমূলই’, ‘বড়মা’-কে টেনে মমতার গলায় সোনালী অতীত!
মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে গায়ক কবীর সুমন তাঁর কাছে চকোলেট খাওয়ার আবদার করেন। ফেরার সময় মুখ্যমন্ত্রী সুমনের সেই আবদারও পূরণও করেন। জানিয়েছেন খোদ মমতা। হাসপাতাল সূত্রে খবর, গায়কের যেহেতু ডায়াবিটিস আছে, তাই চিকিৎসকেরা চকোলেটটা বাদ দিয়ে বিস্কুটের অংশটা খাওয়ার অনুমতি দিয়েছেন। যা পছন্দ হয়নি সুমনের।
গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন কবীর সুমন। সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। মেডিক্যাল সূত্রে খবর, গায়কের অক্সিজেন নির্ভরতা কমেছে। প্রয়োজন হলে তবেই অক্সিজেন দেওয়া হচ্ছে। ফুসফুস এবং হার্টে সমস্যার উপসর্গগুলিও এখন ততটা সক্রিয় নয়। গায়ক উঠে বসতে পারছেন। মাঝেমাঝে হাঁটাচলাও করছেন তিনি। হাসপাতাল থেকে তাঁর ছাড়া পাওয়ার বিষয়টি মেডিক্যাল বোর্ড বিবেচনা করবে।