scorecardresearch

রাজনীতিতে ফের ভেসে উঠলেন কৈলাস, ‘শূর্পনখা’ মন্তব্যে তৃণমূলের রোষে বিজয়বর্গীয়

মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

kailash vijayvargiya said badly dressed girls look like shurpanakha protest tmc , রাজনীতিতে ফের ভেসে উঠলেন কৈলাস, 'শূর্পনখা' মন্তব্যে তৃণমূলের রোষে বিজয়বর্গীয়
ফের তৃণমূলের নিশানায় কৈলাস বিজয়বর্গীয়।

ফের চর্চায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য। যা নিয়ে সরব এ রাজ্যের শাসক দল তৃণমূল। মোদী জমানায় যে ভারত পিছোচ্ছে তা প্রমাণে কৈলাসের ‘শূর্পনখা’ মন্তব্যকেই হাতিয়ার করেছে জোড়া-ফুল বাহিনী।

কী বলেছেন কৈলাস বিজয়বর্গীয়?

ইন্দোরে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই তিনি যুব সমাজের বিপথগামিতা নিয়ে সরব হন। এই বিজেপি নেতা বলেন, ‘যখন আমি দেখি ছেলেমেয়েরা নেশা করছে, তখন মনে হয় গাড়ি থেকে নেমে পাঁচ-সাতটা থাপ্পড় কষিয়ে দিই। আমাদের দেশ আজ সবদিক থেকে বিশ্বের সেরা। শুধু যুবসমাজ পিছিয়ে পড়ছে।’

পাশাপাশি মহিলাদের পোশাক ও শরীর নিয়েও মন্তব্য করেছেন কৈলাস। বলেছেন, ‘আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ, সেই মেয়েরাই যখন দেখি নোংরা পোশাক পরছে তখন তাদের আর দেবী বলে মনে হয় না। মনে হয় শূর্পণখা।’ তাঁর নিদান, ‘ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন। তাহলে নোংরা পোশাক পরা কেন? ভাল পোশাক পরুন।’

কৈলাস বিজয়বর্গীয়র এইসব মন্তব্য ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে। বিজেপি নেতার কথা আসলে দেশের মহিলা ও যুবসমাজের প্রতি অবমাননা বলে সোচ্চার হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। সরব বাংলার শাসক দল তৃণমূলও। টুইটে লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রমশ পিছচ্ছে। মহিলা যা খুশি তাই পোশাক পরার জন্য বিজেপি নেতারা এখন নারীদের ভূতের সঙ্গে তুলনা করছেন! আচরণের জন্য কৈলাস কী নিজের ছেলেকে তিরস্কার করবেন।’

তৃণমূলের রাজ্যসভার সাংসদ টুইটে লিখেছেন, ‘প্রকাশ্যে যৌনতাবাদী এই মন্তব্য দলের নিচু মানসিকতার পরিচয় দেয়। শুধু তাকে দেখে বিচার করুন আপনি নিরাপদ কিনা!’

প্রতিবাদ করেছেন রাজ্যের শিল্প, শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

আরও পড়ুন- পাহাড় কোলে ঘুমিয়ে ছোট্ট গ্রাম, অপূর্ব এই এলাকার নৈস্বর্গিক শোভা হৃদয় জুড়োবে

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kailash vijayvargiya said badly dressed girls look like shurpanakha protest tmc