Satellite Transponder: বিপদের বার্তা মিলবে সরাসরি উপকূলে! গভীর সমুদ্রে মৎসজীবীদের সুরক্ষার্থে এবার ব্যবহার করা হচ্ছে ইসরোর প্রযুক্তিকে।
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলির নিরাপত্তা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। স্যাটেলাইট-নির্ভর মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা ট্রান্সপন্ডার লাগানো শুরু হয়েছে কাকদ্বীপ মহকুমার ট্রলারগুলিতে।
এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও গভীর সমুদ্র থেকে বিপদের সংকেত পাঠানো যাবে উপকূলে। শুধু তাই নয়, ভারতীয় জলসীমা ছেড়ে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার আগেই মাঝি ও ট্রলার মালিককে সতর্ক করবে এই ট্রান্সপন্ডার।
কীভাবে কাজ করবে এই যন্ত্র?
- স্যাটেলাইটের মাধ্যমে যেকোনো জায়গা থেকে বিপদের বার্তা পাঠাবে
- সমুদ্রের মধ্যে মাছের ঝাঁক কোথায় তা শনাক্ত করতে সাহায্য করবে
- মোবাইল টাওয়ারের প্রয়োজন পড়বে না
- GPS ও SOS প্রযুক্তির সাহায্যে জীবন বাঁচানো সম্ভব হবে
প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রথম ধাপে ৩০০টি ট্রলারে বসানো হচ্ছে যন্ত্র। মৎস্য দফতর জানিয়েছে, পরে বাকি সমস্ত ট্রলারেও এই ট্রান্সপন্ডার বসানো হবে। মৎস্যজীবীদের মতে, এই যন্ত্র বসানো হলে গভীর সমুদ্রে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে এবং জীবন রক্ষার সম্ভাবনা অনেকটাই বাড়বে।
কী বলছেন মৎস্যজীবীরা?
"আমরা যখন গভীর সমুদ্রে যাই, সেখানে ফোন কাজ করে না। এখন এই যন্ত্র বসলে বিপদের সময় দ্রুত উপকূলের সঙ্গে যোগাযোগ করা যাবে," —জানিয়েছেন এক ট্রলার মালিক। "দুর্ঘটনার সময় জীবন বাঁচাতে এটি বড় ভূমিকা নেবে এই যন্ত্র,বলে জানিয়েছেন,এই মৎসজীবী।