Advertisment

১০-২০ নয়, একেবারে ৮০ ফুটের প্রতিমা! কালীপুজোয় তাক লাগাতে তৈরি ব্যারাকপুরের এই ক্লাব

গত বছর ৬০ ফুটের কালী প্রতিমা গড়ে সাড়া ফেলে দিয়েছিল বটতলা স্পোর্টিং ক্লাব।

author-image
Subhamay Mandal
New Update
Kalipuja 2023: 80 ft tall Goddess Kali idol in Barrackpore

৮০ ফুটের প্রতিমা গড়ছে মণিরামপুরের বটতলা স্পোর্টিং ক্লাব। ছবি- শুভময় মণ্ডল

নৈহাটি-বারাসত আর তার পরেই মণিরামপুর। কালীপুজোতে উত্তর ২৪ পরগনার বাঘা বাঘা পুজোয় দর্শনার্থীদের তাক লাগিয়ে দেয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই এলাকা। গত বছর ৬০ ফুটের কালী প্রতিমা গড়ে সাড়া ফেলে দিয়েছিল। এবার সেই কীর্তিকে ছাপিয়ে ৮০ ফুটের প্রতিমা গড়ছে মণিরামপুরের বটতলা স্পোর্টিং ক্লাব।

Advertisment

সেই ভাবনা থেকেই এবার রাজসূয় যজ্ঞের আয়োজন কর্মকর্তাদের। বটতলা স্পোর্টিং ক্লাবের এবারের থিম, 'ছোট মুখে বড় কথা'। উদ্যোক্তারা বলছেন, থিমেই রয়েছে এবারের পরিকল্পনার আভাস। ছোট পুজো আর নয়, এবার বড় প্রতিমা গড়ে সবাইকে তাক লাগিয়ে দিতে চাইছেন হুগলি নদীর তীরবর্তী মণিরামপুরের এই পুজোকমিটি। করোনার সময়ে ১০ ফুট উচ্চতার কালীপ্রতিমায় পুজো হত। মহামারী কমতেই আবার বড়সড় পরিকল্পনা তাঁদের।

আরও পড়ুন কালীপুজো মিটলেই জাঁকিয়ে ঠান্ডা? শীত নিয়ে সাড়াজাগানো আপডেট!

publive-image
বটতলা স্পোর্টিং ক্লাবের এবারের থিম, 'ছোট মুখে বড় কথা'। এক্সপ্রেস ফটো- শুভময় মণ্ডল

এবার ৬৫তম বর্ষ এই পুজোর। শিল্পী কৃশানু পাল প্রতিমা তৈরির দায়িত্বে। এবছর মহালয়ার দিন থেকে শুরু হয়েছে প্রতিমা গড়ার কাজ। উদ্যোক্তারা জানিয়েছেন, ইচ্ছা রয়েছে ১০ নভেম্বর উদ্বোধন করার। তার আগে প্রতিমা সম্পূর্ণ হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী। গত বছর ৬০ ফুটের প্রতিমা শোরগোল ফেলে দেওয়ার পর তাঁরা প্রতিমার উচ্চতা আরও বড় করার সিদ্ধান্ত নেন।

publive-image
গত বছর ৬০ ফুটের প্রতিমা শোরগোল ফেলে দেওয়ার পর তাঁরা প্রতিমার উচ্চতা আরও বড় করার সিদ্ধান্ত নেন। এক্সপ্রেস ফটো- শুভময় মণ্ডল

পুজোর সম্পাদক অমিত বাগ জানিয়েছেন, "এবার আমাদের থিম ছোট মুখে বড় কথা। ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে লোহা এবং গ্লাস ফাইবার দিয়ে ৮০ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে।" ক্লাবের সম্পাদক তপোব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, "এত বড় বিগ্রম এই জেলায় আর কোথাও হয়েছে বা হচ্ছে বলে আমার জানা নেই। আমরা এবার তাক লাগিয়ে দিতে তৈরি।"

Kali Puja West Bengal
Advertisment