আজ কালীপুজো। দিকে দিকে শক্তির দেবীর আরাধানা। আলোর মালায় সেজে উঠেছে কালীঘাট থেকে কামাখ্যা, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর। আজ কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, ঠনঠনিয়া-সহ গোটা রাজ্যের তথা দেশ-দুনিয়ার প্রতিটি কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। পুন্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির প্রাঙ্গণ।
কথিত আছে সতীর একান্নপীঠের মধ্যে অন্যতম কলকাতার কালীঘাট মন্দির। এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস। এখানকার অধিষ্ঠিত দেবী দক্ষিণাকালী। এই দক্ষিণাকালীকেই কালীপুজোর দিনে মহালক্ষ্মী রূপে পুজো করার রীতি প্রচিলত আছে কালীঘাটে। আজ কালীপুজোর সন্ধেয় মন্দিরের চার দিকে সাত পাক ঘোরা হবে। তারপর খড়ের পুতুলে আগুন ধরিয়ে দূর করা হবে অলক্ষ্মীকে। এই পর্বের পরেই শুরু মহালক্ষ্মীর পুজো। কলকাতার কালীঘাটের মন্দিরের পুজোর এমনই রীতি।
কালীপুজোকে কেন্দ্র করে জমজমাট বীরভূমের তারাপীঠ। আজ ভোর ৫টাতেই খুলে গিয়েছে মন্দিরের দরজা। তেল, অগরু, ডাবের জল, কারণবারি দিয়ে স্নান সেরেছেন তারা মা। তারা মাকে রাজবেশে সাজিয়ে আজ বিশেষ পুজো। তন্ত্রমতে এখানে মায়ের আরাধনা হয়। আজ মায়ের শীতল ভোগে ছোলা, সন্দেশ ও মিছরির শরবত। এছাড়াও ফি বার কালীপুজোর এই বিশেষ দিনে তারা মায়ের ভোগে থাকে পোলাও, সাদা ভাত, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পাঁচ মিশালির তরকারি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস এবং মিষ্টি। পোড়া শোলমাছ থাকে মায়ের ভোগে। কালীপুজোর সন্ধেয় বিশেষ সন্ধ্যারতির মধ্য দিয়ে তারা মায়ের বিশেষ পুজো হয়।
কালীপুজোয় বিশেষ পুজো কলকাতার ঠনঠনিয়া কালীমন্দিরেও। দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটের মতোই কালীপুজোর সকাল থেকে এই মন্দিরেও ভক্তগের উপচে পড়া ভিড়। নিজ মাহাত্ম্যে আজও অদ্বিতীয় শহর কলকাতার প্রাচীন এই মন্দির। কালীপুজোকে কেন্দ্র করে গোটা মন্দির সাজিয়ে তোলা হয়েছে। আলোর রোশনাইয়ে ভরে গিয়েছে মন্দির প্রাঙ্গণ।
আরও পড়ুন- মানসিক রোগীকে সুস্থ করতে ভক্তদের ভরসা, ‘কাঞ্চন ডাকাতের পুজো’,
কালীপুজোয় জমজমাট দক্ষিণেশ্বর মন্দির। আজ ভবতারিণী মায়ের বিশেষ পুজো দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ-মা সরদার স্মৃতি বিজড়িত এই মন্দিরে কালীপুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় মন্দিরে। প্রতি বছরের মতো মা ভবতারিণীর পুজো দেখতে ভক্তদের ঢল নেমেছে মন্দিরে। ভোর সাড়ে ৫টায় খুলে গিয়েছে মন্দিরের দরজা। এরপর বিশেষ আরতির বন্দোবস্ত ছিল। তারপর থেকে শুরু ভবতারিণী মায়ের পুজো। আজ কালীপুজোর সন্ধেয় মন্দিরে সন্ধ্যারতি ও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।