Kali Puja 2025: কালী পুজোর রাতে দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তির 'বিরল' সুযোগ, জানুন কী করবেন আর কী নয়!

Kali Puja 2025: কালী পুজো হিন্দুদের কাছে — অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। দীপাবলিতে যেমন মানুষ দেবী লক্ষ্মীর কাছে ধন-সম্পদ ও সমৃদ্ধির প্রার্থনা করে, তেমনি একই রাতে দেবী কালীর পূজা করা হয় শক্তি, সাহস ও সৌভাগ্যের আশায়।

Kali Puja 2025: কালী পুজো হিন্দুদের কাছে — অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। দীপাবলিতে যেমন মানুষ দেবী লক্ষ্মীর কাছে ধন-সম্পদ ও সমৃদ্ধির প্রার্থনা করে, তেমনি একই রাতে দেবী কালীর পূজা করা হয় শক্তি, সাহস ও সৌভাগ্যের আশায়।

author-image
Sayan Sarkar
New Update
Kali Puja 2025: কালী পুজোর রাতে দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তির 'বিরল' সুযোগ

কালী পুজোর রাতে দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তির 'বিরল' সুযোগ

Kali Puja 2025:  কালী পুজোর রাতে দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তির 'বিরল' সুযোগ, জানুন কী করবেন আর কী নয়!  

Advertisment

কালী পুজো হিন্দুদের কাছে — অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। দীপাবলিতে যেমন মানুষ দেবী লক্ষ্মীর কাছে ধন-সম্পদ ও সমৃদ্ধির প্রার্থনা করে, তেমনি একই রাতে দেবী কালীর পূজা করা হয় শক্তি, সাহস ও সৌভাগ্যের আশায়। এই বছর কালী পূজা পালিত হবে কার্তিক মাসের অমাবস্যা রাতে, ২০ অক্টোবর, ২০২৫-এ।

আরও পড়ুন-ধনতেরাসে সোনা বা রূপো নয়, কিনুন এই ১০ টাকার 'জিনিস'—সারা বছর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার উপর

Advertisment

বৈদিক বিশ্বাস অনুসারে, এই নিশীথ কালে দেবী কালীর পুজো করলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং দুঃখ, ভয় ও দারিদ্র্য থেকে মুক্তি মেলে। মা কালীকে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে মানা হয়। যিনি নিষ্ঠা ও ভক্তি সহকারে দেবীর পুজো করেন, তিনি জীবনের সকলপ্রতিকূলতা, নেতিবাচকতা ও অন্ধকার থেকে মুক্তি পান।  

এই দিনে সত্যিকারের ভক্তি ও বিশ্বাস নিয়ে  দেবী কালীর আরাধনা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। বিশেষ এই দিনে দুঃখ কষ্ট দূর করতে সময় বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটি ঘর ইতিবাচক শক্তিতে ভরে যায়। জীবনের সকল নেতিবাচকতা দূর করে।

কালী পূজার সময় ভক্তরা “ওম ক্রীম কালিকায়ে নমঃ” অথবা “ওম আইম হ্রিম ক্লীম চামুণ্ডায়ে বিচ্ছে” মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্রগুলো দেবীকে সন্তুষ্ট করার এবং তাঁর আশীর্বাদ লাভের মোক্ষম উপায়। 

আরও পড়ুন- আসন্ন দীপাবলির আগে ৬টি জিনিস ঘর থেকে দূর করুন, নাহলে নিঃস্ব হয়ে যাবেন!

কালী পূজার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দান। এই দিনে দরিদ্র মানুষদের খাবার, পোশাক বা মিষ্টান্ন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দানের মাধ্যমে দেবী কালী আরও প্রসন্ন হন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনেন।

কালীপূজার রাতে দেবী কালীর স্তোত্র পাঠ, মন্ত্র জপ, ধ্যান এবং আরতি করতে পারেন। দীপাবলি ও কালী পূজার এই বিশেষ মিলনরাত্রিতে, দেবী কালীর আশীর্বাদ পেলে জীবনে ভয়, দুঃখ ও অন্ধকার দূর হয়, আর আসে সাহস, শান্তি ও সমৃদ্ধি।

আরও পড়ুন- সোনার দামে রেকর্ড লাফ! জানুন ধনতেরাসে ধাতু কেনার শুভ সময়

Kali Puja