Advertisment

বাড়িতে চলছে পুজো, শত-ব্যস্ততার মধ্যেই নিজ হাতে ভোগ রান্না মুখ্যমন্ত্রীর

সন্ধ্যা নামতেই শুরু হয়েছে শ্যামা মায়ের আরাধনা। শুরু থেকেই সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
kali pujo 2022 celebration at cm mamata banerjees house, কালীপুজোয় শত-ব্যস্ততার মধ্যে নিজ হাতেই ভোগ রান্না মুখ্যমন্ত্রীর

ভোগ রান্না করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবারই নিজের কালীঘাটের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারও তার ব্যতিক্রম হয়নি। রবিবারই বন্দ্যোপাধ্যায় পরিবারের শ্যামা প্রতিমা দর্শন করিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর কাজ প্রস্তুতি থেকে তদারকি, ভোগ রান্না অতিথি আপ্যায়ণ- সব কাজ মূলত একা হাতেই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও তার অন্যথা হচ্ছে না।

Advertisment

এ দিন সকাল থেকেই ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজ সাজ রব। পুজোর আয়োজনে সকাল থেকে ব্যস্ত বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে মমতা। সন্ধ্যা নামতেই শুরু হয়েছে শ্যামা মায়ের আরাধনা। শুরু থেকেই সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী। সংকল্পও হয়েছে 'দিদি'র নামে।

পুজোর ফাঁকে পাঁকেই তৃণমূল নেত্রীকে দেখা গিয়েছে ভোগ রান্না করতে। নিজের ফেসবুক পেজেই
ভোগ রান্নার ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। দেখা যাচ্ছে, কড়াইতে খুন্তি হাতে ভোগ রান্না করছেন বাড়ির মেয়ে মমতা।

তবে তার মধ্যেই পুজোর আয়োজনে সমস্ত খুঁটিনাটিতেই তাঁর নজর।

কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সকলের জন্যই অবারিত দ্বার। করোনা আবহে গত দু'বছর বেশকিছু বিধি নিষেধ থাকলেও এবার আর তা নেই। কালীপুজোর আগে সাধারণত বিভিন্ন বারোয়ারি পুজো উদ্বোধনে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু পুজোর দিন মুখ্যমন্ত্রী সারা দিন দেবী বন্দনায় বাড়িতেই ব্যস্ত থাকেন।

Mamata Banerjee Kali Puja Kalipuja 2022
Advertisment