Advertisment

Kaliachak News: ছাদেই ছিল ছেলে, গুলির আওয়াজ পেয়েই পড়শিদের ফোন মা-কে, বাড়ি এসে যা দেখলেন...

Boy killed in gun fire: বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
Kaliachak News: ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা

Kaliachak News: ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা

Boy killed in gun fire: রহস্যজনক ভাবে নিজের বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মাথায় গুলির আঘাতের চিহ্ন শনাক্ত করেছে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে কোনওরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। 

Advertisment

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সামিউল ইসলাম (১৪)। সে স্থানীয় রমেশ চন্দ্র হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। মৃত ছাত্রের মা রুমালি বিবি পুলিশকে জানিয়েছেন, এদিন সকালে কালিয়াচকের শেরসাহিতে ব্যবসার কাজে বেরিয়ে যান স্বামী রাজিকুল ইসলাম। তাঁদের পরিবারে তিন ছেলে দুই মেয়ে রয়েছে। সামিউল বাড়ির ছোট ছেলে ছিল। 

আরও পড়ুন জীবিত দম্পতিকে 'মৃত' দেখিয়ে জাল দলিল, সম্পত্তি হাতানোয় অভিযুক্ত প্রতিবেশী

রুমালি বিবি আরও বলেন, 'এদিন মেয়েকে নিয়ে আমি স্কুলে যাই। বাড়িতে একাই ছিল ওই ছেলে। হঠাৎ বাড়ির ছাদ থেকে প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনতে পান। পরে প্রতিবেশীদের ফোন পেয়ে বাড়ি ছুটে আসি। ছাদে গিয়ে দেখতে পাই ছেলের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে।' 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচকের এসডিপিও ফয়জল রেজা ও কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই ছাত্রটি আংশিক মানসিক ভারসাম্যহীন ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। তবে বন্দুকটি কোথা থেকে এলও, কীভাবে গুলি চলল নাকি ওই ছাত্র নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Kaliachak Maldah West Bengal West Bengal Police West Bengal News
Advertisment