শুক্রবারের পর শনিবারও অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ, দফায় দফায় বিক্ষোভ, অশান্তিতে জেরবার অবস্থা। জ্বালিয়ে দেওয়া হয় দোকান। কালিগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনার প্রতিবাদে কালিয়াগঞ্জ থানার সামনে এবিভিপি বিক্ষোভ দেখায়। যা ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে এবিভিপি কর্মী, সমর্থকদের ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, র্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব। পরে রায়গঞ্জে এসপি অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপি নেতৃত্ব। নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। অভিযোগ যে পাল্টা ইট ছোড়ে পুলিশও। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জও করা হয়।
এদিকে, কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির হস্তক্ষেপ চাইল জাতীয় মহিলা কমিশন। সংশ্লিষ্ট ধারায় দ্রুত এফআইআর দায়ের করতে বলে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা যাচাই করারও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। রাজ্য় পুলিশের ডিজি-কে দেওয়া জাতীয় মহিলা কমিশনের চিঠিতে উল্লেখ, 'অভিযোগ সত্যি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পদক্ষেপের বিষয়টি ৩ দিনের মধ্যে জানাতে হবে।'