Advertisment

MLA back in BJP: জয়ের ৬ মাসের মধ্য়ে তৃণমূলে গিয়েছিলেন, ফের শুভেন্দুর হাত ধরে পদ্মে বিজেপি বিধায়ক

kaliaganj MLA Soumen Roy: শুভেন্দুর হুঙ্কার ছিল দলবদলুদের আর বিজেপিতে ফেরানো হবে না। তাহলে সৌমেন কীভাবে ফের পদ্ম শিবিরে? জবাব দিলেন বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
kaliaganj MLA Soumen Roy Again Join BJP , কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ফের বিজেপিতে যোগ দিলেন

বিজেপি দফতরে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় (একেবারে বাঁদিকে)।

kaliaganj MLA Soumen Roy Again Join BJP: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ফের বিজেপিতে ফিরলেন। বুধবার শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের গেরুয়া শিবিরে যোগ দিলেন সৌমেন।

Advertisment

একুশের ভোটে কালিয়াগঞ্জ বিধানসভা আসন থেকে জিতেছিলেন বিজেপির সৌমেন রায়। কিন্তু, মাস ছ'য়েকের মধ্যেই বিধায়ক পদ্মফুল ছেড়ে জোড়-ফুলে নাম লিখিয়েছিলেন। তবে, বিধায়ক পদ ছাড়েননি। ফলে খাতায়-কমলে থেকে য়ান বিজেপির বিধায়ক হয়েই। তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইনে বিধায়ক পদ খারিজের আবেদনও অধ্যক্ষের কাছে জানিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু তা এখনও কার্যকর হয়নি। উল্টে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দলবদলুরা বিজেপির-ই বিধায়ক।

এসবের মধ্যেই এদিন সল্টলেকের বিজেপি দফতরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় কালিয়াগঞ্জের বিধায়ককে। পরে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা জানান, সৌমেন রায় ফের বিজেপিতে যোগ দিচ্ছেন। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবুর পাশেই বসেছিলেন বিধায়ক সৌমেন। তাঁকে জোর করে ভয় দেখিয়ে বিজেপি করতে দেওয়া হয়নি বলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- TMC Enforcement Directorate: হঠাৎ সক্রিয় ইডি, এবার তলব মমতার অতি ঘনিষ্ঠ মন্ত্রীকে!

দলবদল সৌমেন রায়ের কাছে নতুন নয়। সৌমেন রায় প্রথমে তৃণমূলেই ছিলেন। কিন্তু বাকি দলবদলুদের মতো একুশের বিধানসভা ভোটের আগে তিনিও বিজেপিতে যোগ দেন। পদ্ম প্রতীকে কালিয়াগঞ্জ থেকে লড়াই করে জয় পান। এরপর ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বিধায়ক পদ না ছাড়লেও তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টপাধ্যায়ের হাত থেকে জোড়-ফুল পতাকা তুলে নেন। তৃণমূলে যোগ দিয়ে বলেছিলেন, 'আমি ছাত্রজীবন থেকেই তৃণমূলে আছি। ঘটনাচক্রে আমি বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়লাভ করি। কিন্তু আমার মন-প্রাণ তৃণমূল কংগ্রেসেই পড়ে ছিল।'

তাহলে কেন লোকসভার আগে ফের মন বদল সৌমেনের? কেন ফিরলেন বিজেপিতে? এদিন আর তা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি কালিয়াগঞ্জের বিজেপি বিধায়কের।

তবে শুভেন্দু অধিকারী বলেছেন যে, 'বিজেপির আদর্শের বিরুদ্ধে গত আড়াই বছরে বিধায়ক সৌমেন কিছু বলেননি। যতটুকু পঞ্চায়েত ভোটে তৃণমূল বলিয়েছে সেটাই বলেছিল। অন্যদের সঙ্গে এক্ষেত্রে ওঁর তফাৎ রয়েছে। এছাড়া সাংসদ অনন্ত মহারাজ সৌমেনকে বুঝিয়েছে বিজেপি করার জন্য। রাজ্যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আজ বিজেপি বিধায়কদের বৈঠক রয়েছে। আমি সৌমেনকে সেই বৈঠকে যোগ দিতে বলেছিলাম। ওই যোগদানের কথা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বকেও জ্ঞাত করা হয়েছে।' তবে সকল দলবদলু বিধায়কদের এভাবে বিজেপিরে ফেরানো হবে না বলেও সাফ জানিয়েছেন বিরোধী দলনেতা।

tmc bjp Suvendu Adhikari kaliaganj
Advertisment